৮১ বছর বয়সে ৮০ দিনে বিশ্বভ্রমণ দুই বান্ধবীর
৮১ বছর বয়সে ৮০ দিনে বিশ্বভ্রমণ দুই বান্ধবীর
![]() |
অ্যাডভেঞ্চারের কোনো বয়স নেই—এমনকি তা ৮১ বছর বয়স হলেও। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৮১ বছর বয়সী দুই বান্ধবী ৮০ দিনে বিশ্বভ্রমণ করে যেন এ কথাটাই প্রমাণ করে দেখালেন! দুই বান্ধবী হচ্ছেন এলি হাম্বি ও স্যান্ডি হ্যাজেলিপ। প্রথমজন ডকুমেন্টারি ফটোগ্রাফার ও দ্বিতীয়জন চিকিৎসক এবং লেকচারার। তারা দুজনে ঘুরে বেড়িয়েছেন ইন্দোনেশিয়ার বালি সমুদ্রসৈকত থেকে মিশরের মরুভূমি। ভ্রমণের বিষয় নথিভুক্ত করার জন্য দুই বান্ধবী ব্লগ
লিখতেন। এ ব্লগের তথ্যানুযায়ী, তাদের দুঃসাহসিক যাত্রা শুরু হয়েছিল এ বছরের ১১ জানুয়ারি। তারা প্রথম যে জায়গায় গিয়েছেন, সে জায়গা স্বাভাবিকভাবে ভ্রমণ পোকারাও এড়িয়ে যান। জায়গাটি হলো অ্যান্টার্কটিকা। এরপর তারা ঘুরে বেড়িয়েছেন সাত মহাদেশের ১৮ দেশ।
এর আগে ৮০ বছর বয়সে ২০২২ সালে তারা এ অ্যাডভেঞ্চারে বের হওয়ার পরিকল্পনা করেন; কিন্তু সে সময় করোনা মহামারির কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
সূত্র : সিএনএন

আরও পড়ুন

জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- মাটি খাওয়া মানুষ
- আপনি কি একজন এমবিভার্ট?
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- বিশ্বের বিস্ময়কর সেই বিমানের গল্প
- বিস্ফোরক খুঁজে বের করা বিস্ময়কর ইঁদুর
- গাছে লাগানো পেরেক তুলতে ঢাকায় এসেছেন ওয়াহিদ সরদার
- কৃষকের স্বজন কাকতাড়ুয়া