রোববার   ২০ এপ্রিল ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নারীর চোখ থেকে বের হলো ৬০টি কৃমি

সাতরং ডেস্ক

১৩:৫৩, ১১ ডিসেম্বর ২০২৩

৬৬২

নারীর চোখ থেকে বের হলো ৬০টি কৃমি

নারীর চোখে অস্ত্রপোচার করে ৬০টির বেশি জীবিত কৃমি বের করলেন চিকিৎসকরা। এমন ঘটনা ঘটেছে চীনে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে বলা হয়, অস্ত্রোপচার হওয়া ওই নারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ওই নারীর চোখে চুলকানি ছিল। পরে যন্ত্রণা আরও বেড়ে গেলে চোখ ঘষার পর তিনি দেখতে পারেন যে, একটি কৃমি বের হয়েছে। এরপরই চীনের কুনমিং শহরের ওই নারী হাসপাতালে ভর্তি হন।

পরে ওই নারীর চোখে পরীক্ষা চালিয়ে হতবাক হয়ে যান চিকিৎসকরাও। তাঁরা দেখতে পান যে, ওই নারীর চোখের মণি ও পাতার মধ্যে জীবিত কৃমি রয়েছে। পরে অস্ত্রোপচার চালিয়ে ওই নারীর ডান চোখ থেকে ৪০টির বেশি ও বাঁ চোখ থেকে ১০টির বেশি কৃমি বের করা হয়।  চিকিৎসকরা জানান, ওই নারীর চোখ থেকে ৬০টির বেশি জীবিত কৃমি বের করা হয়েছে।

এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া চিকিৎসক গুয়ান বলেন, এমন ঘটনা বিরল। চিকিৎসকদের ধারণা, নারীটি ফিলারিওডিয়া ধরনের গোলকৃমি দ্বারা সংক্রামিত হয়েছিল। এটি সাধারণত মাছির মাধ্যমে ছড়ায়।

তবে ওই নারী ধারণা করছেন যে, কুকুর বা বিড়ালের থেকে তাঁর দেহে এ কৃমি প্রবেশ করেছে।  অস্ত্রোপচারের পর চিকিৎসকরা ওই নারীকে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank