মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ || ৯ বৈশাখ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এক বোতল হুইস্কির দাম ৩০ কোটি টাকা!

সাতরং ডেস্ক

১৩:৩৩, ২২ নভেম্বর ২০২৩

৭২২

এক বোতল হুইস্কির দাম ৩০ কোটি টাকা!

হুইস্কির একটি ‘বিরল’ বোতল বিক্রি হয়েছে ২৭ লাখ ডলারে (প্রায় ৩০ কোটি টাকা)। নিলামে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি ওয়াইন ও স্পিরিট জাতীয় তরল এখন এটি। শনিবার লন্ডনে এক নিলামে বিক্রি হয়েছে ‘দ্য ম্যাকালান ১৯২৬’ ব্র্যান্ডের একটি বোতল। নিলামকারী প্রতিষ্ঠান সোথেবাই এই নিলামের আয়োজন করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিলামে তোলার আগে এই এক বোতল হুইস্কির এত দাম হবে, তা ধারনাতেই ছিল না। সোথেবাই যে অনুমান করেছিল, তার দ্বিগুন দামে বিক্রি হয়েছে ‘দ্য ম্যাকালান ১৯২৬’।

ব্যাপক আগ্রহের কারণে বিক্রির পর এই বোতল থেকে কয়েক ফোঁটা হুইস্কি পান করেন নিলামকারী প্রতিষ্ঠান সোথেবাইয়ের হুইস্কি বিভাগের প্রধান জনি ফাউলি।

এই ব্র্যান্ডের বোতল গত ১৯৮৬ সালে মাত্র ৪০টি ছিল। এর পর বিশেষ ক্রেতাদের কাছে বিক্রি করতে শুরু করে ম্যাকালান প্রতিষ্ঠান। এক পর্যায়ে তা প্রায় শেষ হয়ে যায়।

এর পর যখন নিলাম শুরু হতে থাকে, তখন একের পর এক রেকর্ডই গড়ে গেছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে এক বোতল ১৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এবার ২৭ লাখ ডলারের সর্বোচ্চ দামের রেকর্ডটা হলো।  

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank