বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১ || ২১ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পুরো সিনেমা হল একাই ভাড়া করলেন মালয়েশিয়ার নারী

সাতরং ডেস্ক

১৯:২৯, ১৩ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:৫৪, ১৩ জানুয়ারি ২০২৪

২৩৪

পুরো সিনেমা হল একাই ভাড়া করলেন মালয়েশিয়ার নারী

ভীড় পছন্দ করেন না, তাই পুরো সিনেমা হলের সব আসনের টিকিট একাই কিনেছেন মালয়েশিয়ার এক নারী। তাঁর নাম এরিয়াকা বাইদুরি। গত ৩ জানুয়ারি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি খালি সিনেমা হলের ভিডিও পোস্ট করেন তিনি। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানাচ্ছে, এরিয়াকা একটি বিউটি পার্লার পরিচালনা করেন বলে জানা গেছে। টিকটকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, একটি খালি সিনেমা হলে চশমা পরে পপকর্ন খেতে খেতে সিনেমা শুরু হওয়ার অপেক্ষা করছেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে এরিয়াকা লিখেছেন, ‘আমরা অন্তর্মুখী। তাই সব আসন কিনে নিয়েছি।’ ভিডিওটি পোস্ট করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ লিখেছেন, তাঁর সিদ্ধান্ত মোটেও ভুল নয়। আমার সামর্থ থাকলে আমিও এমন কাজ করতাম। আবার অনেকেই লিখেছেন, তাঁর টাকা পয়সা আছে এটি বোঝাতেই তিনি এমন কাণ্ড করেছেন।

অপর এক ব্যবহারকারী লিখেছেন, এটি হচ্ছে ‘আমি ধনী’ বলার আরেকটি উপায়।

এরিয়াকা বাইদুরি মালয়েশিয়ার সংবাদমাধ্যম এমস্টারকে বলেন, আমি মজা করেই ভিডিওটি পোস্ট করেছিলাম এবং ঠাট্টা করে ক্যাপশন লিখেছিলাম। এটি যে এভাবে ভাইরাল হয়ে যাবে বুঝিনি। নেটিজেনরা অনেক কিছুই বলছেন, যেমন আমি দাম্ভিক, আমি অন্তর্মুখী ইত্যাদি। তারা এসব বলতেই পারে। আমি কিছু মনে করছি না। বরং কমেন্টে তাদের লড়াই দেখে মজা পাচ্ছি।

মালয়েশিয়ার আকে সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, সিনেমা হলটিতে ১০টি সারি রয়েছে এবং প্রতি সারিতে ১৬টি করে আসন রয়েছে। প্রতিটি আসনের টিকিটের দাম ১১ রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) থেকে ৩৫ রিঙ্গিত। সব আসনের টিকিট কিনতে এরিয়াকার খরচ হয়েছে ১ হাজার ৭৬০ রিঙ্গিত থেকে ৫ হাজার ৬০০ রিঙ্গিত।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank