অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮১ বছর বয়সে ৮০ দিনে বিশ্বভ্রমণ দুই বান্ধবীর

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার  

অ্যাডভেঞ্চারের কোনো বয়স নেই—এমনকি তা ৮১ বছর বয়স হলেও। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৮১ বছর বয়সী দুই বান্ধবী ৮০ দিনে বিশ্বভ্রমণ করে যেন এ কথাটাই প্রমাণ করে দেখালেন! দুই বান্ধবী হচ্ছেন এলি হাম্বি ও স্যান্ডি হ্যাজেলিপ। প্রথমজন ডকুমেন্টারি ফটোগ্রাফার ও দ্বিতীয়জন চিকিৎসক এবং লেকচারার। তারা দুজনে ঘুরে বেড়িয়েছেন ইন্দোনেশিয়ার বালি সমুদ্রসৈকত থেকে মিশরের মরুভূমি। ভ্রমণের বিষয় নথিভুক্ত করার জন্য দুই বান্ধবী ব্লগ

লিখতেন। এ ব্লগের তথ্যানুযায়ী, তাদের দুঃসাহসিক যাত্রা শুরু হয়েছিল এ বছরের ১১ জানুয়ারি। তারা প্রথম যে জায়গায় গিয়েছেন, সে জায়গা স্বাভাবিকভাবে ভ্রমণ পোকারাও এড়িয়ে যান। জায়গাটি হলো অ্যান্টার্কটিকা। এরপর তারা ঘুরে বেড়িয়েছেন সাত মহাদেশের ১৮ দেশ।

এর আগে ৮০ বছর বয়সে ২০২২ সালে তারা এ অ্যাডভেঞ্চারে বের হওয়ার পরিকল্পনা করেন; কিন্তু সে সময় করোনা মহামারির কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।

সূত্র : সিএনএন