মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১ || ০৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যেভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস দেবেন

সাই-টেক ডেস্ক

১৮:৫৯, ২৫ মে ২০২৩

২৮৭

যেভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস দেবেন

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস দেওয়ার সুযোগ রয়েছে। স্ট্যাটাস টাইপ করার বদল মুখে বললেই আপডেট হবে।

ভয়েস স্ট্যাটাস দেওয়ার এই ফিচার কেবলমাত্র আইফোন ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।
 
ফিচারটি চালু হওয়ায় একটি বিরাট সুবিধা হয়েছে, তা হল আপনাকে আর স্ট্যাটাসে কিছু লিখতে টাইপ করে লিখতে হবে না। আপনি চাইলেই ভয়েস আপলোড করে দিতে পারেন।

তবে এমন কোনও ব্যাপার নেই যে, এই নতুন ফিচার আসার ফলে আপনি আগের ফিচারটি পাবেন না। আপনি চাইলে আগের মতো ফটো, ভিডিও এমনকি লেখাও আপলোড করতে পারেন।

whatsappআইফোনে হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস দেওয়ার উপায়

আপনি যদি আইফোন ব্যবহার করেন, অথচ এখনও পর্যন্ত এই নতুন ফিচারটি পাননি? তাহলে অ্যাপ আপডেট করুন।

এই নতুন ফিচার পেতে অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে আপনার অ্যাপ আপডেট করতে হবে। হোয়াটসঅ্যাপ আইওএস অ্যাপ আপডেট করার পরে আপনি কীভাবে এই ফিচারটি ব্যবহার করবেন? চলুন জেনে নেওয়া যাক।

whatsappহোয়াটসঅ্যাপ ভয়েস স্ট্যাটাস কীভাবে দেবেন

প্রথমে আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।

আপনি অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে স্ক্রিনের সিচে স্ট্যাটাস ট্যাবটি পাবেন।
স্ট্যাটাস ট্যাবে, আপনি একটি পেন্সিলের মতো আইকন দেখতে পাবেন। স্ক্রিনের নিচে ডানদিকে পেন্সিলটি থাকবে।
এরপরে আপনার ভয়েস মেসেজ রেকর্ড করতে, আপনাকে মাইক্রোফোন আইকনে ট্যাপ করতে হবে।

ভয়েস মেসেজ রেকর্ড করতে, মাইক্রোফোন আইকনটিকে কিছুক্ষণ ক্লিক করে রাখতে হবে। আপনি যতক্ষণ রেকর্ড করতে চান, ততক্ষণই আপনাকে সেটি ক্লিক করে রাখতে হবে। তবে আপনি শুরুতে ৩০ সেকেন্ড পর্যন্তই মেসেজ রেকর্ড করতে পারবেন।

রেকর্ড করার পরে আপনি মাইক্রোফোন আইকনটি ছেড়ে দিন। আর সেন্ড আইকনে ক্লিক করুন। এবার আপনার সেই ভয়েসটি আপনি স্ট্যাটাসে দিয়ে দিতে পারবেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত