শুক্রবার   ০৩ মে ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১ || ২২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার উপায়

সাই-টেক ডেস্ক

১৬:৪২, ১৭ ডিসেম্বর ২০২৩

২৩৬

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার উপায়

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন অনেকেই জানেন না। চলতি বছর থেকে ইনস্টাগ্রাম ভেরিফাই করার সুযোগ দিচ্ছে মেটা। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কিছু শর্ত মানতে হবে। জানুন কীভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। 

এখন ইনস্টাগ্রামে ব্লু টিক বা ভেরিফাই করার জন্য আগের মতো কোনো প্রক্রিয়া নেই। তার মানে এখন জনপ্রিয়তা অনুযায়ী ব্লু টিক পাওয়ার সিস্টেম শেষ হয়ে গিয়েছে। টাকা দিয়ে ব্লু টিক নিতে পারেন। এতে ফলোয়ার্সদের সঙ্গে আরও কোনও সম্পর্ক নেই।

তারমানে আপনার ৫০ হাজার কিংবা ১০০ জন ফলোয়ার্স থাকুক না কেন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। 

অনেকেই মনে করতে পারেন, আমার তো ২০০ জন ফলোয়ার আছে তবে কেন ব্লু টিক দেখায় না। কারণ এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে।

ইনস্টাগ্রামে একটি ব্লু টিক পেতে, আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে। এবার নিচের ডানদিকে ৩ লাইনে ক্লিক করতে হবে এবং মেটা ভেরিফাইয়ে (Meta Verified) যেতে হবে। 

এখানে আপনাকে নির্দিষ্ট ফি দিতে হবে। সঙ্গে দিতে ফটো আইডি কার্ড বা পরিচয়পত্র। পেমেন্ট এবং সেটআপ সম্পূর্ণ করার পরে, আপনার অ্যাকাউন্টে একটি নীল টিক দেখতে পাবেন।

অ্যানড্রয়েড এবং আইওএস উভয় ইউজাররাই এই সাবস্ক্রিপশন নিতে পারেন। এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে নির্দিষ্ট পরিমান অর্থ। প্রতি মাসে আপনাকে ১১.৯৯ ডলার অর্থ খরচ করতে হবে। 

তবে মাথায় রাখবেন যে, যতদিন আপনি টাকা দিতে থাকবেন, ততদিনই আপনার অ্যাকাউন্টের পাশে ব্লু টিক দেখাবে।

আর আপনি পেমেন্ট না করলে, আপনার প্রোফাইল থেকে আপনার নীল টিক মুছে ফেলা হবে। মেটা ভেরিফাইয়ে সাবস্ক্রাইব করলে আপনি শুধুই ব্লু টিক নয়, আরও অনেক সুবিধা পাবেন। এমনকি আপনার ফলোয়ার্সও খুব দ্রুত বাড়বে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত