রোববার   ০৪ মে ২০২৫ || ২০ বৈশাখ ১৪৩২ || ০৪ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক

২১:৫৬, ৩ মে ২০২৫

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ 

শ্রীলঙ্কার মাটিতে বেশ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে লঙ্কানদের ৩৩৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর বোলারদের নৈপুণ্যে ১৪৬ রানের বড় জয় পেয়েছে যুবা টাইগাররা। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। বাকী দুই ম্যাচের একটিতে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে যুবা টাইগাররা।  

শনিবার (৩ মে) কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে যুবা টাইগাররা, যা বিদেশের মাটিতে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ওয়ানডেতে বাংলাদেশ যুবাদের সর্বোচ্চ পুঁজি ছিল ৩৪০ রান। ২০১৯ সালের সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল সফরকারী বাংলাদেশ। কালাম সিদ্দিকীর ১৯ করে বিদায় নিলে ৪৯ রানের ওপেনিং জুটি ভাঙে। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে ২৩ রানে ফিরতে হয় দুর্ভাগ্যের রানআউটে কাটা পড়ে। 

এরপর তৃতীয় উইকেটে জাওয়াদ আর রিজানের জুটি আর পেছনে তাকাতে দেয়নি বাংলাদেশকে। দুজন মিলে স্কোরবোর্ডে ১৩৫ রান যোগ করেন। এতেই বড় পুঁজির ভিত পায় বাংলাদেশ। 

১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান ৮২ রানের ইনিংসটি সাজান ৫টি চার ও ৩ ছক্কায়। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রাসিথ নিমসারা। এ ছাড়া থারুসা নাভদ্য ২ এবং সানুজা নিন্দুওয়ারা এক উইকেট নিয়েছেন।

৩৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৩৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে লঙ্কান ব্যাটাররা। 

মাঝে বিমথ দিনসারা কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে টাইগার বোলারদের সামনে টিকতে পারেন কেউ। শেষে পর্যন্ত ৩৮ ওভার ৪ বলে ১৯০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বিমথ ৭২ বলে ৬৬, রাশিথ নিমসারা ২৯ বলে করেন ৩৯ রান। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ নেন ৩টি উইকেট। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank