বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২ || ০৭ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত

স্পোর্টস ডেস্ক

২৩:৩১, ৬ মে ২০২৫

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত

সামিত সোমকে বাংলাদেশ জাতীয় দলে খেলাতে শেষ ধাপও সম্পন্ন করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন কানাডা প্রবাসী এই মিডফিল্ডার। 

গত সোমবার ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে সামিত সোমের বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র চেয়ে আবেদন করে বাফুফে। একদিন পরই ফিফা থেকে অনুমিত পেয়েছে ফেডারেশন। 

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ফিফা থেকে সামিতের খেলার বিষয়ে গতকাল মেইল পেয়েছেন তারা। সামিত কানাডার হয়ে কোন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় ছাড়পত্র পেতে কোন জটিলতা সৃষ্টি হয়নি। এখন আর বাংলাদেশের জার্সিতে খেলতে তার কোন বাধা নেই। 

এর আগে ফিফার কাছে আবেদনের বিষয়টি সমকালকে নিশ্চিত করে ফাহাদ জানান, সামিতের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ জমা দিয়ে ফিফা পোর্টালে আবেদন করা হয়েছে। বাকি বিষয় নির্ভর করছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ওপর।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার পর কানাডা প্রবাসী সামিত সোমও লাল-সবুজের জার্সি পরার আগ্রহ প্রকাশ করেন। বাফুফে তাকে পেতে প্রথমে কানাডা ফুটবল ফেডারেশনের কাছে অনুমতি চায়। ওই অনুমতি পাওয়ার পর তার বাংলাদেশের জন্ম নিবন্ধন সম্পন্ন করা হয়। এরপর বাংলাদেশের পার্সপোর্ট করার কাজ হাতে নেয় বাফুফে। গত শুক্রবার পাসপোর্টের জন্য বায়োমেট্রিকসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে বাফুফে। 

ফেডারেশন সামিত সোমকে ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে খেলানোর পরিকল্পনা নিয়ে এগোয়। সিঙ্গাপুরের বিপক্ষে তাকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে ফিফার অনুমোদন পেতে হতো। সেটাও পেয়ে গেছে বাফুফে। এখন শুধু লাল-সবুজে তার অভিষেকের অপেক্ষা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank