সোমবার   ০৫ মে ২০২৫ || ২১ বৈশাখ ১৪৩২ || ০৪ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩:০৩, ৪ মে ২০২৫

এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের ধর্মীয় শহর হিসেবে পরিচিত মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোববার (৪ এপ্রিল) এ ঘটনার পর স্থানীয় কিছু সংবাদমাধ্যম আগুনের ফুটেজ প্রকাশ করেছে।

মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুসারে, একটি মোটরসাইকেল কারখানায় আগুন লেগেছে।

মাশহাদ ফায়ার বিভাগের প্রধান ঘোষণা করেছেন, চার হাজার বর্গমিটারের টায়ার এবং কার্ডবোর্ডের গুদামটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।

স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। আপাতদৃষ্টিতে এই ঘটনার কারণ এখনো জানা যায়নি।

এর আগে গত ২৬ এপ্রিল দুপুরে ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়। এতে আহত হয় কয়েকশ' মানুষ। এটি ছিল দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরের জন্য ভয়াবহ ধাক্কা।

তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছিলেন, এতে নাশকতার আলামত পাওয়া যায়নি। কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত