রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ || ২২ অগ্রাহায়ণ ১৪৩২ || ১৪ জমাদিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বড় মেয়ের চিকিৎসার জন্য ছোট মেয়েকে বিক্রি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১

১১৫৫

বড় মেয়ের চিকিৎসার জন্য ছোট মেয়েকে বিক্রি

বড় মেয়ের শ্বাসকষ্টের সমস্যা। কিন্তু চিকিৎসা করানোর সার্মথ্য নেই হতদরিদ্র দিনমজুর বাবা-মায়ের। তাই বড় মেয়ের চিকিৎসার টাকা জোগার করার জন্য নিজের ছোট মেয়েকে বিক্রি করলেন তারা। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। 

খবর পেয়ে পুলিশ অবশ্য ওই নাবালিকাকে উদ্ধার করেছে। আপাতত তাকে শিশু পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। 

ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোরের ওই দিনমজুর দম্পতি নিজেদের ১২ বছরের মেয়েকে বিক্রি করেছিলেন ৪৬ বছরের এক ব্যক্তির কাছে। মেয়ের জন্য ২৫ হাজার টাকা চাইলেও ১০ হাজার টাকা পান তারা। ওই টাকার বিনিময়েই বিক্রি হয়ে যায় নাবালিকা।

এরপর ৪৬ বছরের সেই ব্যক্তি নাবালিকাকে বিয়ে করেন। কিন্তু নাবালিকার কান্নায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে তাকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank