বিশ্বের মনোমুগ্ধকর ৫ রঙিন লেক
বিশ্বের মনোমুগ্ধকর ৫ রঙিন লেক
পানির কোন রঙ নেই। এ কথা আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি, দেখেও এসেছি। সমুদ্রে গভীরতা বেশি হওয়ায় পানিকে নীল মনে হয়। কিন্ত যদি বলা হয়, এমন অনেক জলাশয় রয়েছে যেখানে কেউ রঙ না মেশালেও পানির রঙ লাল বা গোলাপী! কতটা বিশ্বাসযোগ্য মনে হবে?
আশ্চর্য হলেও সত্যি, বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু হ্রদ রয়েছে যেগুলোর পানি প্রাকৃতিকভাবেই রঙিন। অপরাজেয় বাংলার এবারের আয়োজনে তেমন ৫ টি জলাশয়ের পরিচয় তুলে ধরা হবে।
রিও তিন্তো, স্পেন
দক্ষিণ-পশ্চিম স্পেনের সিয়েরা পর্বত থেকে উৎপত্তি গ্রহণ করা রিও তিন্তো নদীর দৈর্ঘ্য ১০০ কিলোমিটার। নার্ভা শহরের তীরে এসে এক আশ্চর্য রুপ নিয়েছে তিন্তো। এ অংশে নদীর পানি কমলা রঙের। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, তামা ও লোহার মত বিভিন্ন ভারী ধাতুর মিশ্রনে নদীর পানি এমন কমলা রঙের। এ রঙিন পানি মনোমুগ্ধকর হলেও পানযোগ্য নয়।
লেক লুইস, আলবার্টা, কানাডা
এটি ছোট মাছের হ্রদ নামে পরিচিত। এতো চকচকে ও পরিষ্কার নীল রঙের হ্রদ পৃথিবীজুড়ে বিরল। হ্রদের চারপাশে অবস্থিত পর্বত থেকে গলে যাওয়া বরফ অসংখ্য পাথরের মাধ্যমে ফিল্টার হয়ে এখানে জমা হয়। মনোমুগ্ধকর এ হ্রদটি আলবার্টার ব্যানফ জাতীয় উদ্যানে অবস্থিত।
ল্যাগুনা কলোরাডা, বলিভিয়া
নন-স্প্যানিশ ভাষাভাষীরা এ হ্রদকে রেড লেগুন বলে থাকেন। চিলির সীমান্তবর্তী এদুয়ার্দো আভারোয়া আন্দিয়ান জাতীয় রিজার্ভে অবস্থিত এ লবনাক্ত হ্রদ। এ জলাশয়ের গোলাপি-লাল বর্ণের কারণ পানিতে অতিরিক্ত শ্যাওলার উপস্থিতি।
লেক হিলিয়ার, অস্ট্রেলিয়া
এ স্যালাইন হ্রদটি অত্যাধিক গোলাপি রঙের কারণে বিখ্যাত। পশ্চিম অস্ট্রেলিয়ার মধ্য দ্বীপপুঞ্জে অবস্থিত এ হ্রদটিও অতিরিক্ত শ্যাওলার উপস্থিতির কারণে এ রঙ ধারণ করেছে।
ক্যানো ক্রিস্টালেস, কলম্বিয়া
৫ রঙের নদী বা রংধনু নদী নামে পরিচিত কলম্বিয়ার ক্যানো ক্রিস্টালেস। মেটা রাজ্যের সেরানিয়া দে লা ম্যাকারেনায় অবস্থিত এ জলাশয়। হলুদ, সবুজ, নীল, কালো ও লাল রঙের সংমিশ্রন রয়েছে এ নদীতে। এ বহু রঙের কারণ কিন্ত শ্যাওলা নয়। ম্যাকারেনিয়া ক্ল্যাভিগেরা নামের এক রঙিন উদ্ভিদের অতিরিক্ত উপস্থিতির কারণে এ নদীটি বহু রঙে রঙিন দেখায়।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- ২৬ সেপ্টেম্বর কী ঘটবে, কেন এত আলোচনা?