শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ || ১২ পৌষ ১৪৩২ || ০৫ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১২ কোটি টাকায় বিক্রি প্রিন্সেস ডায়ানার সোয়েটার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩

৫৯৬

১২ কোটি টাকায় বিক্রি প্রিন্সেস ডায়ানার সোয়েটার

প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত ব্ল্যাক শীপ সোয়েটার বিক্রি হয়েছে প্রায় ১২ কোটি টাকায়। বৃহস্পতিবার এক নিলামে সোয়েটারটি (১১ লাখ ৪৩ হাজার মার্কিন ডলারে) বিক্রি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এবিসি নিউজ। এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পোশাক এটি।

সোথবি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে দুই সপ্তাহের অনলাইন বিডিংয়ের পরে এই দামে বিক্রি হয়েছে ওয়েলসের রাজকুমারীর স্মৃতি বিজড়িত সোয়েটারটি। ৩১ আগস্ট থেকে অনলাইন নিলাম শুরু হয়েছিল।

সোয়েটারটি মোট ৪৪টি বিড পেয়েছে। বিড শুরু হয়েছিল ৮০ হাজার ডলার থেকে। শেষ পর্যন্ত এটি ১৪ গুণ বেশি দামে বিক্রি হয়েছে। সোয়েটারটিকে প্রিন্সেস ডায়ানার ফ্যাশন আইকন হিসেবেও দেখা হয়।

বর্তমান রাজা চার্লসের সঙ্গে ডায়ানার বিয়ের এক মাস আগে ১৯৮১ সালের জুন মাসে  একটি পোলো ম্যাচে এই সোয়েটারটি পরেছিলেন তিনি।

ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল নামক প্রতিষ্ঠানের তৈরি এই ব্ল্যাক শীপ স্টাইলের সোয়েটার। ১৯৯৪ সালে তারা এই ধরনের সোয়েটার উৎপাদন করে দিলেও গত ৪০ বছর ধরে এর জনপ্রিয়তা বেড়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank