সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১ || ১৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হোটেল না পেয়ে হাসপাতালে বুকিং

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:৩৭, ২০ জুলাই ২০২৩

৩২৫

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হোটেল না পেয়ে হাসপাতালে বুকিং

এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন বিশ্বের বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। এমন ম্যাচ সরাসরি দেখার সুযোগ মিস করতে চায় না কেউ। আর সেটা যদি হয় বিশ্বকাপের ম্যাচ তাহলে তো কথাই নেই।

৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচ দেখতে হলে থাকতে হবে আহমেদাবাদের হোটেলে। তবে হোটেল ভাড়া চড়া মূল্য হওয়ায় বিকল্প পথ খুঁজছেন দর্শকরা।

ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হোটেলগুলোয় থাকতে প্রতি রাতে খরচ করতে হতে পারে ৫০ হাজার থেকে ৭০ হাজার রুপি। শুধু তাই নয়, কোনো কোনো হোটেলে রাত প্রতি প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা খরচ করতে হতে পারে।

তাই খরচ কমাতে ভারতের বাইরে থেকে আসা দর্শকরা খোঁজখবর নিচ্ছেন হাসপাতালে। যেখানে হোটেলের মতো সকালের নাশতা, নৈশভোজের ব্যবস্থাও আছে। তবে শুধু থাকার জন্য তো আর হাসপাতালে যাওয়া চলে না। তাই নেওয়া হচ্ছে একটি উপায়।

এ ব্যাপারে সান্নিধ্য হাসপাতালের চিকিৎসক পরশ বলেছেন, 'যেহেতু হাসপাতাল, তাই তারা ফুল বডি চেক-আপের সঙ্গে রাতে থাকার কথাও বলছেন। এতে দুটি উদ্দেশ্যই পূর্ণ হয়—টাকাও বাঁচে, স্বাস্থ্য পরীক্ষাও হয়।'

স্টার্লিং হাসপাতালের চিকিৎসক নিখিল লালা বলেন, 'আমরাও ২৪ থেকে ৪৮ ঘণ্টা থাকা যায় কিনা, এমন জিজ্ঞাসার মুখোমুখি হচ্ছি। বিশেষ করে ১৫ অক্টোবরের আশপাশে। আমাদেরও পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ আছে।'

গুজরাটের অ্যাপোলো হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা নিরাজ লাল বলেন, 'সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আমরা বেশি রোগী পাই। তবে এখন আমরা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ সংখ্যক বুকিং পেয়েছি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার, যার মাধ্যমে তারা এখানে অবস্থানও করবেন।' 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank