শুক্রবার   ২৯ সেপ্টেম্বর ২০২৩ || ১৪ আশ্বিন ১৪৩০ || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩৭০ কোটি টাকায় বিক্রি হলো বালিময় জমি

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৫৫, ৪ জুন ২০২৩

৩০৩

৩৭০ কোটি টাকায় বিক্রি হলো বালিময় জমি

৩৪ মিলিয়ন ডলার বা ৩৭০ কোটি টাকায় বিক্রি হয়েছে শূন্য একটি বালিময় জমি। তবে জমিটি সাধারণ কোনো এলাকায় নয়। এটি দুবাইর বিখ্যাত জুমেইরাহ বে দ্বীপের একটি খালি জমি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ উদ্যোক্তা উমর কামানি ২০২১ সালে এই জমিটি কিনেছিলেন ১০ মিলিয়ন ডলারেরও কম খরচ করে। অথচ দুই বছরের মাথায় তিনি এটি বিক্রি করলেন ৩৪ মিলিয়ন ডলারে! 

এই জমি বেচা-কেনা সংক্রান্ত সকল কিছু পরিচালনা ‘করছে নাইট ফ্রাঙ্ক’ নামে রিয়েল স্টেট এজেন্সি। এই কোম্পানির কর্মকর্তা অ্যান্ড্রু কামিংস বলেন, জুমেইরাহ বে হল সবচেয়ে এক্সক্লুসিভ জমিগুলোর মধ্যেও এক্সক্লুসিভ। এটি অতি-উচ্চ সম্পদের অধিকারী ব্যক্তিদের জন্য।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash