মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ || ১৪ চৈত্র ১৪২৯ || ০৪ রমজান ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাবা পাকিস্তানি মা বাংলাদেশের, সন্তান ইন্ডিয়া!

সাতরং ডেস্ক

১৫:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

১৯২

বাবা পাকিস্তানি মা বাংলাদেশের, সন্তান ইন্ডিয়া!

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন পাকিস্তানের গায়ক ওমর এশা। এতদিন গানের জন্য পরিচিতি থাকলেও, এবার সন্তানের অভিনব নাম রাখায় সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন তিনি।

ওমার পাকিস্তানের নাগরিক হলেও, তার স্ত্রী বাংলাদেশের নাগরিক। এই দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন ‘ইন্ডিয়া’। শিশুটির আসল নাম ইব্রাহিম, কিন্তু ‘ইন্ডিয়া’ নামেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়েছেন ওমর।

এ প্রসঙ্গে ওমার বলেন, ‘জন্মের পর থেকে আর পাঁচজন অভিভাবকের মতো ছেলেকে আমাদের দু’জনের মাঝে শোয়ানোর অভ্যাস করিয়েছিলেন স্ত্রী। সেই থেকে আমাদের মাঝে প্রাচীরের মতো রয়ে গেছে সে। নিজের ঘর থাকার পরেও সে আমাদের মাঝে এভাবে বিভেদ সৃষ্টি করে চলেছে। তাই পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই দেশের মাঝখানে ছেলে ‘ইন্ডিয়া’র অবস্থান রীতিমতো সমস্যা তৈরি করছে।’

শুধু তা-ই নয়, নতুন অভিভাবকদের উদ্দেশে ওমার বলেন, ‘আমাদের মতো ঐতিহাসিক ভুল যারা করে ফেলেছেন, তাদের প্রতি আমার সমবেদনা। ভবিষ্যতে এমন ভুল করার আগে দু’বার ভাববেন।’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
BKash CA