তরুণ-তরুণীদের বিনা মূল্যে কনডম দেবে ফ্রান্স
তরুণ-তরুণীদের বিনা মূল্যে কনডম দেবে ফ্রান্স
![]() |
১৮-২৫ বছর বয়সী তরুণদের বিনামূল্যে কনডম দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ম্যাক্রো এই ঘোষণা দিয়েছেন। এই বয়সীরা দেশটির ওষুধের দোকানে কনডম চাইলেই তা বিনামূল্যে পাবেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর।
বৃহস্পতিবার তরুণ-তরুণীদের স্বাস্থ্য-সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই ঘোষণা দেন। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে দেশের তরুণ-তরুণীরা ফার্মেসি থেকে কনডম সংগ্রহ করতে পারবেন। তিনি দেশটির সরকারের এই পদক্ষেপকে ‘প্রতিরোধের ছোট বিপ্লব’ হিসাবে বর্ণনা করেছেন।
২০২০-২১ সালে ফ্রান্সে যৌন-বাহিত সংক্রামক রোগের হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ম্যাক্রো বলেছেন, ‘যৌন শিক্ষাকে ঘিরে ফ্রান্সে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এই বিষয়ে আমরা খুব একটা ভালো নই। তত্ত্বের চেয়ে বাস্তবতা একেবারে ভিন্ন।’
এছাড়াও শীতকে সামনে রেখে জনগণকে মাস্ক পরার ও করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানায় ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন

জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- মাটি খাওয়া মানুষ
- আপনি কি একজন এমবিভার্ট?
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- বিশ্বের বিস্ময়কর সেই বিমানের গল্প
- বিস্ফোরক খুঁজে বের করা বিস্ময়কর ইঁদুর
- গাছে লাগানো পেরেক তুলতে ঢাকায় এসেছেন ওয়াহিদ সরদার
- কৃষকের স্বজন কাকতাড়ুয়া