শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানুষের পেট থেকে বের করা হলো এক কেজি স্ক্রু ও নখ 

সাতরং ডেস্ক

১৬:০৮, ২ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:০৯, ২ অক্টোবর ২০২১

৫৩২

মানুষের পেট থেকে বের করা হলো এক কেজি স্ক্রু ও নখ 

লিথুনিয়ার চিকিৎকরা শুক্রবার (১ অক্টোবর) জানিয়েছেন, তারা এক ব্যক্তির পেট থেকে এক কেজিরও বেশি নখ ও স্ক্রূ বের করেছেন। অ্যালকোহল ছাড়ার পর ওই ব্যক্তি ধাতব বস্তু খাওয়া শুরু করেন। 

মারাত্মক পেট ব্যাথার কারণে ওই ব্যক্তি বাল্টিক বন্দর নগরী ক্লাইপেদার হাসপাতালে ভর্তি হন। রোগির নাম গোপন রাখার স্বার্থে চিকিৎসক ওই ব্যক্তির নাম জানাননি।

এক্স-রে রিপোর্টে তার পেটে বিভিন্ন ধাতব বস্তু দেখা যায়। বস্তুগুলো পরিমাপে প্রায় ১০ সেন্টিমিটার (চার ইঞ্চি)।

সার্জন সারুনাস ডইলিডানাস বলেন, ‘তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে রোগির পেট থেকে সব ধাতব বস্তু ও নখ বের করা হয়। এক্স-রে কন্ট্রোলের সাহায্যে এ অপারেশন করা হয়।’

হাসপাতাল কর্তৃপক্ষ সার্জিক্যাল ট্রেতে রাখা নখ ও স্ক্রূ’র ছবি স্থানীয় মিডিয়াকে সরবরাহ করে।

ক্লাইপেদা হাসপাতালের প্রধান সার্জন আলগির্দাস স্লাপাভিসিয়াস স্থানীয় মিডিয়াকে বলেন, এর আগে ‘আমরা কখনো এমন কিছু দেখিনি।’

ওই চিকিৎসক বলেন, এ ব্যক্তি মদপান ছেড়ে দেয়ার পর গত মাসে তিনি ধাতব বস্তু খাওয়া শুরু করেছিলেন। অপারেশনের পর এ রোগির অবস্থা স্থিতিশীল রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank