বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘ট্রিপলাভার’ হয়ে উঠুক আপনার ভ্রমণ সঙ্গী 

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:৪০, ৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৯:৪১, ৪ সেপ্টেম্বর ২০২১

৫১২

‘ট্রিপলাভার’ হয়ে উঠুক আপনার ভ্রমণ সঙ্গী 

প্রযুক্তি উন্নয়নে বৈশ্বিক প্রবণতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য অনলাইনে ভ্রমণ চাহিদা পূরণের লক্ষ্যে “ট্রিপলাভার” বাংলাদেশ ট্রাভেল মার্কেটে এক বড় ধরনের পরিবর্তন ঘটানোর জন্য আবির্ভূত হয়েছে। ট্রিপলাভার ইউএস-বাংলা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সম্প্রতি ভ্রমণ পিপাসু মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে সব ধরনের সুবিধা নিয়ে পথচলা শুরু করেছে।

ট্রিপলাভার সারাবিশ্বের সকল এয়ারলাইন্সের টিকেট সংগ্রহের উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে ট্রাভেলারদের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ট্রিপলাভারে শুধুমাত্র অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকেট বুকিং সেবাই দিচ্ছে না, পাশাপাশি হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজসহ ভ্রমণ সংক্রান্ত সকল ধরনের সেবা দেয়ার হাব হিসেবে ভূমিকা রাখছে।

করোনা মহামারিতে যেখানে সারাবিশ্বের এয়ারলাইন্স, হোটেল-মোটেল-রিসোর্ট, ট্যুর এজেন্সি, ট্রাভেল এজেন্সিগুলো বন্ধ হওয়ার উপক্রম সেখানে ইউএস-বাংলা গ্রুপ ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি অনলাইন ট্রাভেল এজেন্সি‘ট্রিপলাভার’ এর গোড়াপত্তন করে ট্রাভেলারদের স্বপ্নপূরণে এগিয়ে এসেছে। যা বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ে বিশেষ ভূমিকা রাখতে পারবে।

ট্রিপলাভার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকে। শুধুমাত্র ওয়েবসাইটই নয় ট্রাভেল এজেন্সির সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সরাসরি নিজস্ব অফিসের মাধ্যমে এয়ারলাইন্স টিকেটসহ হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ সংগ্রহ করার সুবিধা রয়েছে। ভবিষ্যতে দেশের সকল জেলায় নিজস্ব অফিসের পরিকল্পনা রয়েছে যেখানে ট্রাভেল এজেন্সিগুলো যোগাযোগ করে ট্রিপলাভার থেকে সেবা পেতে পারে।

ট্রাভেলাররা ট্রিপলাভারের ওয়েবসাইটের মাধ্য পেমেন্টসহ নিজের টিকেট নিজেই সংগ্রহ করার স্বাধীনতা পেয়ে থাকেন। করোনা মহামারিতে কিংবা সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনার পছন্দ মতো তারিখ, গন্তব্য, বাজেটের সীমাবদ্ধতা কথা বিবেচনা করে এয়ারলাইন্স, হোটেলসহ অন্যান্য সুবিধা পছন্দ করার সুযোগ রয়েছে। সকল সুবিধার মধ্যেই গ্রাহক ইমেইলের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারেন যে কোনো সময়। গ্রাহকদের জন্য ২৪ ঘন্টা থাকছে ট্রিপলাভারের সকল সেবা।

ট্রিপলাভারে আপনার পছন্দমতো যেকোনো এয়ারলাইন্স, আসন পছন্দ জন্য ইকোনমি বা বিজনেস ক্লাস, হোটেল চয়েসের ক্ষেত্রে পাঁচ তারকা, চার তারকা কিংবা তিন তারকা যেকোনোটি হতে পারে আবার রুম চয়েসের ক্ষেত্রে ডিলাক্স, সুপার ডিলাক্স কিংবা স্যুট হতে পারে। সব কিছুই নির্ভর করে বাজেটের সীমাবদ্ধতার উপর। যেকোনো পছন্দকে অগ্রাধিকার দিয়ে ট্রিপলাভার গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।

ট্রিপলাভারে ওয়েবসাইটে একই সাথে এভেইলেবল সব এয়ারলাইন্স এর ভাড়াসহ অন্যান্য তথ্য পেয়ে যাবেন, যার কারনে আপনি টিকেট সংগ্রহের ব্যাপারে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। 

ট্রিপলাভার থেকে সেবা নেয়ার জন্য যেকোনো ধরনের ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে, ডিবিবিএল নেক্সাস, সিটি টাচ এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট দেয়ার সুযোগ রয়েছে। মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ব্যবহার করেও সহজে পেমেন্ট দেয়া সম্ভব। 

ট্রিপলাভারের মাধ্যমে সেবা পেতে ভিজিট করুন- www.triplover.com     

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank