মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ || ৮ পৌষ ১৪৩২ || ০১ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টুইট করে টুইটার নিষিদ্ধ করলো নাইজেরিয়া

সাতরং ডেস্ক

১৪:২৭, ৫ জুন ২০২১

৬৫০

টুইট করে টুইটার নিষিদ্ধ করলো নাইজেরিয়া

অনির্দিষ্টকালের জন্য টু্ইটার নিষিদ্ধের ঘোষণা করেছে নাইজেরিয়া। শুক্রবার (৪ জুন) টুইট করেই সে ঘোষণা দেয়ায় তা নিয়ে ট্রল হচ্ছে সামাজিক মাধ্যমে। 

শুক্রবার পশ্চিম আফ্রিকার দেশটির তথ্য ও সংস্কৃতিমন্ত্রী টুইট করে বলেন, নাইজেরিয়ায় মাইক্রোব্লগিং এবং সামাজিক মাধ্যম পরিষেবা টুইটারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে।  

কারণ হিসেবে বলা হয়েছে, নাইজেরিয়ার কর্পরেট অস্ত্বিকে ক্ষুন্ন করতে সক্ষম এমন কার্যক্রম অবিরাম করে চলেছে টুইটার। 

দুদিন আগে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদীদের শাস্তি দেয়ার হুমকি দিযে একটি পোস্ট দেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মু বুহারী। সে পোস্ট মুছে দেয় টুইটার। সে ঘটনার পরই টুই্টার নিষিদ্ধের ঘোষণা দেয়া হয়।

মন্ত্রীর পোস্টের পর একজন সেখানে মন্তব্য করে লেখেন, আপনি টু্ইটার নিষিদ্ধ করার জন্য টুইট ব্যবহা করছেন, আপনি কি পাগল? এরকম আরও অনেক মন্তব্য ছিল তার টুইটে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank