রোববার   ২৮ এপ্রিল ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১ || ১৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার উপায়

সাই-টেক ডেস্ক

১৯:২৩, ২১ অক্টোবর ২০২৩

২৫৮

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার উপায়

ফেসবুক অ্যাকাউন্ট যেমন ডিলিট বা ডিঅ্যাক্টিভ করা যায়, তেমনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও করা যায়। এ বিষয়ে হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম জানিয়েছে।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম জানুন

হোয়াটসঅ্যাপের মধ্যে থেকেই আপনি নিজের অ্যাকাউন্ট বাদ দিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট বাদ দেওয়া একটি অপরিবর্তনীয় প্রক্রিয়া এবং আপনি যদি সেটি ভুল করেও বাদ দিয়ে থাকেন তবুও হোয়াটসঅ্যাপ আর আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারব না।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার প্রক্রিয়া

হোয়াটসঅ্যাপ খুলুন।

আরও বিকল্প > সেটিংস > অ্যাকাউন্ট > আমার অ্যাকাউন্ট বাদ দিন-এ ট্যাপ করুন।

সম্পূর্ণ আন্তর্জাতিক ফর্ম্যাট-এ আপনার ফোন নম্বর লিখুন এবং আমার অ্যাকাউন্ট বাদ দিন-এ ট্যাপ করুন।

কেন আপনি নিজের অ্যাকাউন্ট বাদ দিতে চান সেটির একটি কারণ ড্রপ-ডাউন মেনু থেকে বেছে নিন।

আমার অ্যাকাউন্ট বাদ দিন-এ ট্যাপ করুন।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার আগে জেনে রাখুন-

হোয়াটসঅ্যাপ থেকে আপনার অ্যাকাউন্ট বাদ হয়ে যাবে।
আপনার পূর্ববর্তী মেসেজ মুছে যাবে।

আপনার সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি বাদ হয়ে যাবেন।

আপনার গুগল ড্রাইভের ব্যাক-আপ বাদ হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপ থেকে আপনি নিজের অ্যাকাউন্ট বাদ দিলে যা হবে-

আপনি আবার নিজের অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন না।

আপনার হোয়াটসঅ্যাপের তথ্য বাদ দিতে এই বাদ দেওয়ার প্রক্রিয়াটির শুরুর দিন হতে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনার তথ্যের কপি, ব্যাক-আপ রাখার ৩০ দিন পরেও ব্যাক-আপ স্টোরেজে থাকতে পারে যা হোয়াটসঅ্যাপ কর্তপক্ষ কোনো ক্ষয়ক্ষতি, সফটওয়্যারের ত্রুটি বা ডেটা হারানোর যেকোনো ঘটনায় পুনরুদ্ধারের জন্য ব্যবহার করে। এই সময়ে আপনি হোয়াটসঅ্যাপে নিজের তথ্য পাবেন না।

আপনার তৈরি করা গ্রুপে আপনার সংশ্লিষ্ট তথ্য অথবা আপনার বিষয়ে অন্যান্য ব্যবহারকারীর কাছে থাকা তথ্য, যেমন তাদেরকে পাঠানো আপনার মেসেজের কপিকে এটি প্রভাবিত করবে না।

আপনি নিজের অ্যাকাউন্ট বাদ দেওয়ার পরেও হোয়াটসঅ্যাপ কিছু নির্দিষ্ট লগ ডেটা আমাদের ডেটাবেসে রেখে দিতে পারি, কিন্তু যেকোনো শনাক্ত করার তথ্য থেকে এই ধরনের ডেটাকে এমনভাবে আলাদা করা হবে যে এটি আর আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা যাবে না। এটি করতে, নিয়মিতভাবে, হোয়াটসঅ্যাপ এই লগ ডেটা থেকে শনাক্ত করার কিছু তথ্য মুছে ফেলে এবং হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট আইডির যেকোনো নিদর্শন রিপ্লেসমেন্ট আইডেন্টিফায়ার দিয়ে বদল করে। যেটি একবার বাদ দেওয়া হলে আর আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যাবে না।

এছাড়াও, হোয়াটসঅ্যাপ আইনি সমস্যা, শর্তাবলী লঙ্ঘন বা ক্ষতি এড়ানোর মত বিষয়ের জন্য আপনার তথ্য রেখে দিতে পারে।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত