শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে ৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

সাই-টেক ডেস্ক

১৭:২২, ২ অক্টোবর ২০২৩

২৮৪

ভারতে ৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

ভারতে গত আগস্টে ৭৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। আগের মাসের চেয়ে এই সংখ্যা ২ লাখ বেশি। মেটা বলছে, ২০২১ সালে আনা নতুন তথ্য ও প্রযুক্তি আইনের কারণে সামাজিক এ যোগাযোগমাধ্যমের এতগুলো আইডি বন্ধ করে দেওয়া হলো।

ব্যবহারকারীদের কাছ থেকে কোনো রিপোর্ট পাওয়ার আগেই প্রায় সাড়ে ৩ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর পর গত সেপ্টেম্বরে আরও ৭২ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেয় মেটা।  

চলতি অক্টোবরে ভারত নিয়ে প্রকাশিত এক রিপোর্টে মেটা জানিয়েছে, কোনো ধরনের আপত্তিকর কিছু পেলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। এটিই আইনে বলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এসব চিহ্নিত করার জন্য বিশেষ ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, গবেষক ও বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, চলতি বছরের প্রথম দিকে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিষ্ঠানের জন্য গ্রিভেন্স অ্যাপেল্যাট কমিটি (জিএসি) মেকানিজম নিয়ে আসে ভারত সরকার। এর ফলে এখন থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের পর ব্যবহারকারীরা সেসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।  

সম্প্রতি ভারতে হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই চ্যানেল খুলেন। এ ছাড়া আরও অনেক নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত