রোববার   ২৮ এপ্রিল ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১ || ১৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!

সাই-টেক ডেস্ক

১৭:৫০, ২৬ আগস্ট ২০২৩

৩২৮

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারের লাইট সংস্করণ বন্ধ হয়ে যাচ্ছে। নাইনটুফাইভগুগলের সূত্রে জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বরের পর থেকে মেসেঞ্জারের এই সংস্করণ থাকবে না।

সংবাদমাধ্যমটি জানায়, বর্তমানে অ্যাপটি চালু করলে সেখানে মূল মেসেঞ্জার অ্যাপ ব্যবহারের জন্য বলা হচ্ছে। ইতোমধ্যে অ্যাপটি নতুন করে ডাউনলোড করার জন্য গুগল প্লে-স্টোরে আর পাওয়া যাচ্ছে না।

টেকক্রাঞ্চে দেওয়া এক বিবৃতিতে সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, ২১ আগস্ট থেকে অ্যান্ড্রয়েডে মেসেঞ্জার লাইট ব্যবহারকারীদের মেসেঞ্জার বা ফেসবুক লাইটে স্থানান্তর করা হবে এবং তারা মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ রিসিভ করবে।

এদিকে সংবাদমাধ্যম ভার্জ জানায়, মেসেঞ্জার লাইট বন্ধ হওয়ার এই ঘোষণার পাশাপাশি আরও একটি বড় ঘোষণা এসেছে মেসেঞ্জার সম্পর্কে।

মাসের শুরুর দিকেই মেটা ঘোষণা দিয়েছে, আগমী ২৮ সেপ্টেম্বরের পর থেকে অ্যান্ড্রয়েডে মেসেঞ্জার ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে আর এসএমএস আদান-প্রদান করতে পারবেন না।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত