শনিবার   ১১ মে ২০২৪ || ২৮ বৈশাখ ১৪৩১ || ০১ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন ৩ ফিচার নিয়ে এলো ইন্সটাগ্রাম

সাই-টেক ডেস্ক

১৩:২৮, ২৪ জুন ২০২৩

৩৪৯

নতুন ৩ ফিচার নিয়ে এলো ইন্সটাগ্রাম

ইনস্টাগ্রাম নিয়ে এলো নতুন ফিচার। নতুন ফিচারে এখন থেকে ইনস্টাগ্রামের রিলস ভিডিও ডাউনলোড করা যাবে। এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের দরকার হবে না।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীরা রিলগুলো ডাউনলোড করতে সক্ষম হবে। ব্যবহারকারীরা শেয়ার আইকনে ট্যাপ করে ডাউনলোড অপশন থেকে এটি করতে পারবে। তিনি উল্লেখ করেছেন, শুধু পাবলিক অ্যাকাউন্টে থাকা রিলগুলো ডাউনলোড করা যাবে। তবে পাবলিক অ্যাকাউন্টগুলো রিল ডাউনলোড করার ক্ষমতা বন্ধ বা সীমাবদ্ধ করতে পারবে।

মূলত টিকটককে টেক্কা দিতেই মেটার মালিকানাধীন সাইটটিতে আনা হয় এই শর্ট ভিডিও তৈরির ফিচারটি। যা বর্তমানে মেটারের আরেক সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকেও আছে।

চলুন জেনে নিই কীভাবে অ্যাপ থেকেই রিলস ডাউনলোড করা যাবে-

১. এক্ষেত্রে প্রথমে আপনার স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন

২. এবার যে রিলটি ডাউনলোড করতে চান তা প্লে শুরু করুন।

৩.  এখন কাগজের প্লেন সদৃশ শেয়ার আইকনে ক্লিক করুন।

৪. পরবর্তী ধাপে ‘অ্যাড রিলস টু ইওর স্টোরি’ অপশনে ক্লিক করুন।

৫. এবার ওপরের ডান কোণায় প্রদর্শিত থ্রি ডট অপশনে ক্লিক করুন এবং ‘সেভ’ অপশন নির্বাচন করুন।

৬. এরপরে ‘স্টোরি’ ডিসকার্ড করুন।

৭. রিলটি ইনস্টাগ্রাম ফোল্ডারে ডাউনলোড হবে, চাইলে গ্যালারি অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন যে কোনো সময়।

সূত্র: ইনস্টাগ্রাম হেল্প সেন্টার

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত