শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

সাই-টেক ডেস্ক

১২:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

৩৫৩

আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

আবারও বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেন ইলন মাস্ক। দুই মাসেরও বেশি সময় পর মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকার শীর্ষে অবস্থান করছেন টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানায়।

গত বছরের ডিসেম্বরে ইলনকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর তকমা অর্জন করেন ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট। তবে ব্লুমবার্গ জানায়, সোমবার টেসলার শেয়ারের দাম বেড়ে গেলে ইলনের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়।

বর্তমানে ইলনের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলার। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার।

সিএনএন বলছে, টুইটার কিনে নেওয়া ও প্রযুক্তির বাজারে মন্দার কারণে গত বছর টেসলার শেয়ারের দাম আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছিল। তাছাড়া গত বছর ১৬ হাজার ৫০০ কোটি ডলার খুইয়ে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সম্পদ হারানোর রেকর্ড করেন ইলন মাস্ক।

২০২২ সালের ডিসেম্বরে টুইটারসহ নানা ইস্যুতে মাস্কের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি ডলারে নেমে আসে। গত বছর টেসলা অন্তত ৭০০ বিলিয়ন ডলার সম্পদ হারায়। এর আগে এত কম সময়ে এত বেশি সম্পদ হারানোর রেকর্ড আর নেই।

টেসলা, টুইটার ছাড়াও রকেট নির্মানকারী কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক। নিউরালিংক মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করার কাজ করছে। সম্প্রতি মাস্ক জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ টুইটারে নতুন সিইও নিয়োগ দেওয়া হবে।

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় মাস্ক ও আর্নল্টের পরেই রয়েছেন ১১ হাজার ৭০০ কোটি ডলার সম্পদের মালিক জেফ বেজোস। আর ১১ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকার চার নম্বরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত