শনিবার   ১৮ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জীবিত ব্যক্তি পেলেন মৃত্যু সনদ নেয়ার ফোন

সাতরং ডেস্ক

১২:২৫, ৫ জুলাই ২০২১

আপডেট: ১২:৪১, ৫ জুলাই ২০২১

৫২৮

জীবিত ব্যক্তি পেলেন মৃত্যু সনদ নেয়ার ফোন

ভারতের মহারাষ্ট্রের এক বাসিন্দাকে কল করে নিজের মৃত্যু সনদ (ডেথ সার্টিফিকেট) সংগ্রহ করতে বলেছে স্থানীয় পৌরসভা কমিটি। তারপর থেকেই নেটিজেনে তোলপাড় ও হাস্যরস শুরু হয়েছে এ ঘটনা নিয়ে।

ঘটনার শিকার চন্দ্রশেখর দেশাই এনডিটিভিকে জানান, থানি পৌরভসা কমিটি থেকে আমাকে আমার মৃত্যু সনদ নেয়ার জন্য বলা হয়।

যখন এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় তখন থানি পৌরসভার ডেপুটি কমিশনার সন্দীপ মালভি বলেন, এটা একটা ত্রুটি। আমরা মৃত ব্যক্তির তালিকা আবার চেক করার জন্য বলেছি।

সংবাদ সংস্থা এএনআইকে মালভি বলেন, আমরা পুনে অফিস থেকে এই তালিকা পেয়েছি। নিজেরা যাচাই করার সময় পাইনি। এ ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। 

ক্ষমা চাইলেও নিস্তার মিলছে না পৌরসভা কমিটির। টুইটারে ইতোমধ্যে শুরু হয়েছে রসাত্মক সব পোস্ট দেয়া। 

একজনে হেরাফেরি ছবির এক অংশ তুলে ধরে লেখেন, ইয়ে ক্যায়া বেহুদা হারকাত হে অর্থাৎ এটা কেমন অহেতুক কাজ। আবার নিজের ছবিতে মালা চড়িয়ে নিজেই ছবি তুলেছেন  এমন ছবি দিয়েও মজা নেয়া হচ্ছে।

একজন তো মৃত্যদূতের ডায়লগ কি হবে সেটাও এক ছবিতে দিয়ে লেখেন, আবে তু মেরা নাকাল কারতা হে! অর্থাৎ তুই আমাকে নকল করছিস!

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank