দেরিতে স্কুলে আসায় শিক্ষিকাকে পেটালেন প্রিন্সিপাল
দেরিতে স্কুলে আসায় শিক্ষিকাকে পেটালেন প্রিন্সিপাল
![]() |
স্কুলে দেরি করে আসায় ছাত্রদের পেটানোর বহু নজির থাকলেও এবার ঘটেছে ভিন্ন ঘটনা। স্কুলে দেরিতে আসায় শিক্কিকাকে পেটালেন প্রিন্সিপাল। সম্প্রতি আগ্রার এক স্কুলে ঘটেছে এমন ঘটনা।
এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, একজন আরেকজনের ওপর চড়াও হয়েছেন দুজন। বাকিরা ঝগড়া বন্ধের চেষ্টা করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক–মাধ্যমিক স্কুলে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, শিক্ষিকা গুঞ্জন চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি করছেন প্রিন্সিপাল।
এক সময় তিনি তাঁর গায়ে হাত দেন। এ ছাড়া কাপড় ছিঁড়ে ফেলারও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনা স্কুলের ক্লাস শেষ হওয়ার পরে ঘটেছে। ওই সময় ঝগড়ায় আপত্তিকর শব্দ ব্যবহার করতে শোনা যায়। এসব শব্দ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহার করলে কঠোর শাস্তির বিধান রয়েছে।
এর আগেও ভারতের উত্তর প্রদেশে হেডমাস্টারের দ্বারা শিক্ষককে পেটানোর ঘটনা ঘটে। সে সময় স্কুলের ভেতরে ফেসিয়াল করার কারণে উত্তর প্রদেশে এক শিক্ষককে পেটান হেডমাস্টার।

আরও পড়ুন
- ২৬ সেপ্টেম্বর কী ঘটবে, কেন এত আলোচনা?
- জয়নুল আবেদিনের চিত্রকর্ম ৮ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি
- ভারতে শকুন কমে যাওয়ায় অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃত্যু
- মানুষের মতো হাতিরাও একে অন্যকে ডাকে নাম ধরে!
- ১৮ বছর ধরে প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিয়েছেন তিনি!
- আজ ‘বেস্ট ফ্রেন্ড’ দিবস
- স্বামীর গায়ের রং কালো, তাই বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী
- রান্নায় বিশ্বসেরা আবির, বানালেন বাংলাদেশি খাবার
- সঙ্গীর খোঁজে তিনটি মহাসাগর পাড়ি দিয়েছে পুরুষ তিমি
- স্বপ্নপূরণে ৮০ বছর বয়সে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় চোই