শনিবার   ১২ অক্টোবর ২০২৪ || ২৬ আশ্বিন ১৪৩১ || ০৫ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঘন ঘন বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ডিভোর্স দিলেন স্বামী

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৪৭, ৬ এপ্রিল ২০২৪

৪৭০

ঘন ঘন বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ডিভোর্স দিলেন স্বামী

কোনও কারণ ছাড়াই স্বামীর বাড়ি ছেড়ে যাওয়া, শ্বশুড়বাড়ির সঙ্গে সুসম্পর্ক না রাখা ও স্বামীর সঙ্গে ভালো ব্যবহার না করার অভিযোগে এক দম্পতিকে বিবাহবিচ্ছেদের অনুমতি দিয়েছেন দিল্লির হাইকোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, উপযুক্ত কারণ ছাড়াই ঘন ঘন বাবার বাড়ি চলে যেতেন তাঁর স্ত্রী। এ ছাড়া শ্বশুড়বাড়ির কারও সঙ্গে সুসম্পর্ক ছিল না তাঁর।

১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির স্বামী ২০১৭ সালে পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর পরিবার আদালত মামলাটি খারিজ করে দেন। এরপর তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।

হলফনামায় তিনি লেখেন, তাঁর স্ত্রী ভীষণ অস্থির প্রকৃতির। কোনও কারণ ছাড়াই অন্তত ছয়বার তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। মাঝে মাঝে নিজেকে বিধবা বলেও দাবি করতেন।

ওই নারী আইনজীবী অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর মক্কেলকে শ্বশুড়বাড়িতে প্রায়ই অপমানের শিকার হতে হতো। শাশুড়ি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতেন।

দুই পক্ষের মতামত শুনে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশকুমার কাইত এবং বিচারপতি নীনা বনসল কৃষ্ণার ডিভিশন বেঞ্চ তাঁদের বিবাহবিচ্ছেদের অনুমতি দেন। বিচারকেরা বলেন, ‘স্বামীর বাড়ি ছেড়ে ঘন ঘন বাবার বাড়ি কিংবা অন্যত্র যাওয়া যুক্তিযুক্ত নয়। এ ধারণের আচরণ নিঃসন্দেহে স্বামীর সঙ্গে নিষ্ঠুরতা। তাই তাঁদের বিচ্ছেদের অনুমতি দেওয়া হলো।’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank