শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাঁচ কোটি ৭০ লাখ টাকা উত্তোলন করলো দ্য গার্ডিয়ান-এর জলবায়ু তহবিল

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:০৪, ২৫ ডিসেম্বর ২০২১

৬২২

পাঁচ কোটি ৭০ লাখ টাকা উত্তোলন করলো দ্য গার্ডিয়ান-এর জলবায়ু তহবিল

প্রাক্টিক্যাল অ্যাকশন-এর সহায়তায় কাঁকড়া খামার করেছেন এ বাংলাদেশি ভুক্তভোগী
প্রাক্টিক্যাল অ্যাকশন-এর সহায়তায় কাঁকড়া খামার করেছেন এ বাংলাদেশি ভুক্তভোগী

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য অবজার্ভার এক দাতব্য তহবিলের মাধ্যমে পাঁচ লাখ পাউন্ড বা প্রায় পাঁচ কোটি ৭০ লাখ টাকা উত্তোলন করেছে।

এখন পর্যন্ত প্রায় ছয় হাজার মানুষ এ তহবিলে সহায়তা করেছেন। দাতাদের অধিকাংশই পত্রিকা দুইটির পাঠক।

তহবিল থেকে প্রাপ্ত অর্থ চারটি চ্যারিটিকে দেওয়া হবে। এগুলো হলো প্রাক্টিক্যাল অ্যাকশন, গ্লোবাল গ্রিনগ্র্যান্টস ফান্ড ইউকে, রয়্যাল বোটানিক গার্ডেনস কিউ, এবং এনভায়রনমেন্টাল জাস্টিস ফাউন্ডেশন। খবর দ্য গার্ডিয়ান-এর।

এ তহবিলের অর্থ দিয়ে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হওয়ার মানুষদেরকে সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এদের মধ্যে বাংলাদেশি ক্ষতিগ্রস্তরাও আছেন। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত এই তহবিল উন্মুক্ত থাকবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
বিশেষ সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত