শুক্রবার   ২৯ সেপ্টেম্বর ২০২৩ || ১৪ আশ্বিন ১৪৩০ || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৫ হাজার কর্মী নিয়োগ দেবে আলিবাবা

ইন্টারন্যাশনাল ডেস্ক

২০:১১, ২৭ মে ২০২৩

২০২

১৫ হাজার কর্মী নিয়োগ দেবে আলিবাবা

চলতি বছরের মধ্যে চীনের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। প্রায় ১৫ হাজার নতুন কর্মী নিয়োগ দিতে পারে প্রতিষ্ঠানটি। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিষ্ঠানটির ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের গুজবকে প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে আলিবাবা।

আলিবাবার অফিশিয়াল উইবো অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, নতুন নিয়োগ দিতে যাওয়া ১৫ হাজার জনের মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী তিন হাজারের বেশি নিয়োগ দেওয়া হবে।

তবচ একটি সূত্র গত মঙ্গলবার জানিয়েছে, আলিবাবার ক্লাউড ইউনিট কর্মী ছাঁটাই শুরু করেছে। এর প্রভাব ৭ শতাংশ কর্মীর ওপর পড়বে।

এদিকে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যবস্থাপনা ও আর্থিক সেবাদাতা কোম্পানি ব্যাংক মরগান স্ট্যানলি ২০২৫ সালের মধ্যে ফ্রান্সে কর্মীর সংখ্যা ৫০০–তে বাড়ানোর পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি ফ্রান্সে নতুন করে ২০০ কর্মী নিয়োগ দেবে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে বড় প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছে। অনেক প্রতিষ্ঠান আবার কর্মী নিয়োগ বন্ধ রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়োগের পরিকল্পনা করছে। এর মধ্যে আলিবাসা ও মরগান স্ট্যানলির নতুন কর্মী নিয়োগের এ পরিকল্পনা সুখবর হয়েই এসেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত