মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ || ১৪ চৈত্র ১৪২৯ || ০৪ রমজান ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউটিউবে বন্ধ হচ্ছে পপ-আপ বিজ্ঞাপন

সাই-টেক ডেস্ক

১২:২৪, ১২ মার্চ ২০২৩

১০৩

ইউটিউবে বন্ধ হচ্ছে পপ-আপ বিজ্ঞাপন

ব্যবহারকারীদের চাহিদার কথা বিবেচনা করে ইউটিউব নিয়মিত নতুন ফিচার আনছে। কিছুদিন আগেই শর্টস ভিডিও ও ওয়াচটাইমে পরিবর্তন এনেছে। এছাড়াও প্রিমিয়াম ভার্সনে কিছু চমক নিয়ে হাজির হয়েছে এই টেক জায়ান্ট। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি আপডেট আনছে প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব তাদের বিজ্ঞাপন নীতিতে পরিবর্তন আনছে। শিগগিরই বন্ধ হচ্ছে ইউটিউবের ওভারলে বিজ্ঞাপন। যা ভিডিওর নিচে বা উপরে পপ-আপ আকারে প্রদর্শিত হয়।

ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ এপ্রিল থেকে এই ছোট বিজ্ঞাপনগুলো বন্ধ হচ্ছে।

ইউটিউব তাদের সাপোর্ট পেইজে এ তথ্য জানিয়েছে। তবে বিজ্ঞাপনটি আপাতত মোবাইল ডিভাইস থেকে বন্ধ হচ্ছে। ডেস্কটপ ভার্সনে এটি আরও কিছুদিন চলবে।

যদিও ইউটিউব এই পপ-আপ বিজ্ঞাপন সরিয়ে নতুন কোন ধরনের অ্যাড প্রদর্শন করবে, যে বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রি রোল, মিড রোল ও পোস্ট রোল বিজ্ঞাপনের উপর প্রতিষ্ঠানটি এখন থেকে গুরুত্ব দিতে পারে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
BKash CA
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত