শনিবার   ২৫ মার্চ ২০২৩ || ১১ চৈত্র ১৪২৯ || ০১ রমজান ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না আর

সাই-টেক ডেস্ক

১৮:২৮, ২৯ জানুয়ারি ২০২৩

১৭০

হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না আর

বলা হয় হোয়াটসঅ্যাপ চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপটেড। কিন্তু তারপরও ব্যবহারকারীর চ্যাটের স্ক্রিনশট নিয়ে ফায়দা নেন। চ্যাটের এই স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে উদ্যোগী হলো মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। চ্যাটের স্ক্রিনশট বন্ধ করতে  কড়াকড়ি শুরু করেছে মেসেজিং অ্যাপটি।

এতদিন পর্যন্ত ভিউ ওয়ান্স মেসেজে স্ক্রিনশট নিতে পারতেন ব্যবহারকারী। ফলে তা শেয়ারও করতে পারতেন অন্যদের সঙ্গে। তবে সেই পলিসিতে বদল এনেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে আর তোলা যাবে না ভিউ ওয়ান্স মেসেজের স্ক্রিনশট।

প্রাপক যখনই ভিউ ওয়ান্স মেসেজের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে স্ক্রিনটি। একটি মেসেজ পপও আসবে সঙ্গে সঙ্গে। যেখানে এই মর্মে তাকে জানানো হবে, নিয়ম ভেঙে স্ক্রিনশট তোলার চেষ্টা করছেন সেই ব্যক্তি। যার অনুমতি দেয়না হোয়াটসঅ্যাপ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত