শনিবার   ২৫ মার্চ ২০২৩ || ১১ চৈত্র ১৪২৯ || ০১ রমজান ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরও ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

সাই-টেক ডেস্ক

১১:৩৫, ৫ জানুয়ারি ২০২৩

১৪২

আরও ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ডটকম আরও ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে। এর আগে নভেম্বরে প্রতিষ্ঠানটি থেকে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়।

বিবিসি ও সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইতিমধ্যে অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি ছাঁটাইয়ের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের নোট পাঠিয়েছে।

বুধবার সিইও অ্যান্ডি জ্যাসি অ্যামাজন থেকে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি জানান।

জানুয়ারি থেকে ছাঁটাই শুরু হবে। কর্মীদের এজন্য মানসিকভাবে প্রস্তুত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে অ্যান্ডি জ্যাসি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাকেই দায়ী করেছেন।

মানবসম্পদ বিভাগ ও অ্যামাজন স্টোরসের কর্মীদের বেশি সংখ্যক ছাঁটাই করা হবে।

গত নভেম্বরে ১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা জানায় অ্যামাজন।

কর্মী ছাঁটাই নিয়ে বিবৃতিতে কোম্পানিটির সিইও বলেন, ‘নভেম্বরে আমরা শ্রমিক কমিয়েছি। আমরা আবারও ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছি।’

কোন অঞ্চলের কর্মীদের ছাঁটাই করা হবে, তা নিয়ে বিবৃতিতে স্পষ্ট করে কিছু জানাননি অ্যান্ডি।

গত বছরের সেপ্টেম্বর নাগাদ বিশ্বজুড়ে অ্যামাজনের ১৫ লাখ ৪০ হাজার স্থায়ী কর্মী ছিল। কোম্পানিটি বিশেষ দিনকে কেন্দ্র করে অস্থায়ী কর্মীও নিয়োগ দিয়ে থাকে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত