বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানুষ বাদে অন্য প্রাণীর কি হার্ট অ্যাটাক হয়?

সাই-টেক ডেস্ক

১৫:২৫, ১০ জানুয়ারি ২০২২

৩৭৯

মানুষ বাদে অন্য প্রাণীর কি হার্ট অ্যাটাক হয়?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) তথ্য অনুযায়ী প্রতিবছর হদরোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় এক কোটি ৭৯ লাখ মানুষ মারা যায়। কিন্তু মানুষ বাদে আর কোনো প্রাণীর কি হার্ট অ্যাটাক হয়?

না, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বাদে অন্য কোনো প্রাণীর হার্ট অ্যাটাক হয় না। এমনকি শিম্পাঞ্জির জীবনেও হার্ট অ্যাটাক বলে কিছু নেই। তবে জীবজন্তু হার্ট অ্যাটাক বাদে অন্য ধরনের হৃদরোগে আক্রান্ত হতে পারে।

মানুষের হৃৎপিণ্ডে অবস্থিত রক্তনালি কোনো কারণে বন্ধ হয়ে গেলে তখন সেগুলো দিয়ে হৃৎপিণ্ডে অক্সিজেনসমৃদ্ধ রক্ত প্রবেশ করতে পারে না। ফলে অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের একটি টিস্যু মরে যায়। এর কারণে সামগ্রিকভাবে হার্টের কাজ বন্ধ হয়ে যেতে পারে। তখনই মানুষ মারা যায়।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’র অধ্যাপক ফ্লাভিও ফেন্টন বলেন, সব স্তন্যপায়ী প্রাণীরই হৃৎপিণ্ডের গঠন কাছাকাছি। সে অনুযায়ী তাদের সবারই হার্ট অ্যাটাক হওয়ার কথা। কিন্তু এমনটা হয় না।

প্রাণীদের শরীরেও চর্বি জমে। যেমন খাঁচায় বন্দী থাকা একটি শিম্পাঞ্জির শরীরে চর্বি জমার ঝুঁকি একজন অলস মানুষের শরীরে চর্বি তৈরি হওয়ার ঝুঁকির মতোই। আবার দেখা যায়, কিছ প্রাণীর শরীরে চর্বি জমার কথা থাকলেও তাদের রক্তনালি কখনো বন্ধ হয়ে যায় না।

তাহলে কেবল মানুষের হার্ট অ্যাটাক হয় কেন? বিজ্ঞানীরা মনে করেন, মানুষের মিউটেশন স্বতন্ত্র হওয়ায় হার্ট অ্যাটাক আমাদের শরীর ও জীবনযাত্রার অংশ হয়ে গিয়েছে। এ মিউটেশনের ফলে মানবদেহে সিএমএএইচ নামের একটি জিন কাজ বন্ধ করে দেয়।

বিজ্ঞানীরা এ জিনটি ইঁদুরের শরীরে প্রবেশ করানোর পর দেখা গেল, স্বাভাবিক ইঁদুরের চেয়ে এসব জিনগতভাবে পরিবর্তিত ইঁদুরের শরীরের রক্তনালিতে বেশি চর্বি জমেছে। তারপরও ইঁদুরগুলো কোনোপ্রকার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়নি। অর্থাৎ, শরীরবৃত্তীয় দিক থেকে হার্ট অ্যাটাক কেবল মানুষের একান্ত সমস্যা।

লাইভ সায়েন্স অবলম্বনে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত