বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫ দিনে দুই লাখ অবৈধ মোবাইল ফোন চিহ্নিত

স্টাফ করেসপন্ডেন্ট

০১:১২, ৮ অক্টোবর ২০২১

৪২৮

৫ দিনে দুই লাখ অবৈধ মোবাইল ফোন চিহ্নিত

পাঁচ দিনে দেশে ২ লাখ ৮ হাজার ৪টি অবৈধ মোবাইল ফোন  চিহ্নিত হয়েছে
পাঁচ দিনে দেশে ২ লাখ ৮ হাজার ৪টি অবৈধ মোবাইল ফোন  চিহ্নিত হয়েছে

নতুন নিয়ম চালুর প্রথম পাঁচ দিনে দেশে ২ লাখ ৮ হাজার ৪টি অবৈধ মোবাইল ফোন  চিহ্নিত হয়েছে। ফোনগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হবে বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি জানিয়েছে।

গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

জানা গেছে, গত ১ থেকে ৫ অক্টোবর—এই ৫ দিনে বিটিআরসির এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমে সচল হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৭৫৭টি মোবাইল ফোন। এরমধ্যে বৈধতা পেয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৫৭টি। 

আর অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে ২ লাখ ৮ হাজার ৪টি ফোন। এসব ফোন একবারে বন্ধ না করে ক্রমান্বয়ে বন্ধ করা হবে বলে জানা গেছে।

জানা যায়, বিটিআরসি কর্মকর্তারা বৃহস্পতিবার বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানীর কয়েকটি শপিং মলের মোবাইল ফোনের দোকানে ক্রেতাদের কাছে বিক্রি করা অনিবন্ধিত ফোন ফেরত নেওয়ার জন্য চিঠি বিতরণ করেছেন।

রওই চিঠি হাতে পেয়ে মোবাইল ব্যবসায়ীরা তা মানবে বলে সম্মতিও দিয়েছেন বলে জানিয়েছেন বিটিআরসির মিডিয়া উইংয়ের উপ-পরিচালক জাকির হোসেন খাঁন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত