সোমবার   ০৭ জুলাই ২০২৫ || ২২ আষাঢ় ১৪৩২ || ০৮ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুক্রে দুটি নতুন মিশন পাঠাবে নাসা

সাই-টেক ডেস্ক

১১:১০, ৩ জুন ২০২১

শুক্রে দুটি নতুন মিশন পাঠাবে নাসা

শুক্র গ্রহের বায়ুমণ্ডল এবং ভূতাত্ত্বিক বৈশিষ্টগুলো পরীক্ষা করতে দুটি নতুন মিশন পাঠানোর ঘোষণা দিয়েছে নাসা। ২০২৮ ও ২০৩০ সালে সেগুলো প্রেরণের লক্ষ্যে ইতোমধ্যে প্রত্যেকটির জন্য ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। 

নাসার প্রশাসক বিল নেলসন বলেন, এই দুটি মিশন আমাদের এমন তদন্তের সুযোগ দেবে যা আমরা গত ৩০ বছরের বেশি সময় ধরে পাইনি। সর্বশেষ ১৯৯০ সালে ম্যাগেলান নামে একটি অরবিটর পাঠানো হেয় গ্রহটিতে। 

মিশনগুলো গ্রহণের জন্য পিয়ার-রিভিউ করা হয়। যেখানে সেগুলো বৈজ্ঞানিক মূল্য এবং উন্নয়ন পরিকল্পনায় সম্ভাব্য প্রভাব বিবেচনা করা হয়। 

শুক্র হল সূর্য থেকে দ্বিতীয় গ্রহ এবং সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ যার পৃষ্ঠতল তাপমাত্রা ৫০০ সেলসিয়াস যা সীসা গলানোর পক্ষে যথেষ্ট।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত