সোমবার   ২০ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হুম! কোনার টেবিলটিতে বসবো, একাই

সাতরং ডেস্ক

০০:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৯:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২০

১৫৮৫

হুম! কোনার টেবিলটিতে বসবো, একাই

হুম! কোনার টেবিলটিতে বসবো, একাই
হয়তো এমনই বলতো সকালের নাস্তার জন্য কেউ রেস্টুরেন্টটিতে ঢুকলে। কিন্তু করোনা মহামবরীর এই কালে রেস্টুরেন্টে খদ্দের আসবে কোথা থেকে। তবে খদ্দের এক এসেছিলো বটে। সে খদ্দের দেখে পরিমরি করে পালিয়েছে সকলে। 

ওদিকে খদ্দেরর পেট চো চো করছে। রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলো সকালের নাস্তার খোঁজ করতে করতে। কিন্তু হতাশ হয়ে বের হয়ে যেতে হয়েছিলো। কারণ খাবার যা কিছু ছিল, তাতে তার চলবে না। রুচবেও না। 

খদ্দের (!) ছিলো এক চিতাবাঘ। সত্যিই সকালের খাবার খোঁজে ঢুকে পড়েছিলো একটি রেস্টুরেন্টে। 

ঘটনাটি দক্ষিণ আফ্রিকার। করোনা ভাইরাসের কারণে এই জঙ্গলের পথে গড়ে তোলা রেস্তঁরায় ক্রেতা সমাগম নেই। তাই শুনশান। এই ফাঁকে সেখানে ঢুকে পড়ে চিতাবাঘটি।

দক্ষিণ আফ্রিকার সাবি স্যান্ডস গেম রিজার্ভ নামের ওই এলাকায় বেশ অভিজাত হোটেল সিংগিতা এবোনি লজ’র এর রেস্টুরেন্ট ছিলো এটি। খবর ফক্স নিউজ’র।

তবে ভয়ের কিছু ঘটেনি, অতিকায় বেড়ালটি মেনুতে তার খাবার কিছু না পেয়ে ফিরে গেছে বনে। আর রেস্টুরেন্টে যারা ছিলেন, তারা খুব দ্রুতই সটকে পড়তে পেরেছিলেন, কারণ ঠিক গহীন জঙ্গলে যা ঘটে এখানেও তেমনই একটি কাণ্ড ঘটেছিলো। চিতাটি দৃশ্যপটে ঢোকার আগে বানরগুলোর চিতকারে সতর্ক হয়ে যান মানুষগুলো। এবং নিরাপদে পালাতেও পারেন। 

তবে চিতাটি ঠিক যেমন শান্ত মেজাজে এসেছিলো, তেমন শান্ত ভাবে চলেও যায়। দূর থেকে যারা চোখ রাখছিলেন তারা দেখতে পান চিতাটি রেস্টুরেন্টে ঢুকে একবার লাফিয় টেবিলের ওপর উঠে পড়ে, এরপর লাফ মেরে নেমে আসে চেয়ারগুলো ডিঙ্গিয়ে। আর ধীর পায়ে বের হয়ে যায়। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank