মিরপুরে রিকশাচালক-পুলিশ সংঘর্ষ, গাড়ি ভাঙচুর
মিরপুরে রিকশাচালক-পুলিশ সংঘর্ষ, গাড়ি ভাঙচুর
![]() |
ছবি: অপরাজেয় বাংলা |
মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ব্যাটারিচালিত রিকশার চালকরা। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন সড়ক অবরোধ করে আন্দোলন করা রিকশাচালকরা। সংঘর্ষের ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৯ মে) বিকেল পৌনে তিনটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে সকালে ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে লাঠি হাতে মিরপুরে সড়ক অবরোধ করেন চালকরা। তাদের অবস্থানের ফলে মিরপুরজুড়ে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
আন্দোলনরত শ্রমিকরা দাবি না মানা পর্যন্ত রাস্তা থেকে সরে না যাওয়ার ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে উত্তেজনা দেখা দিলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
পুলিশ আন্দোলনরত রিকশার চালকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও দাবি আদায়ে অনড় চালকরা সেখানেই অবস্থান করেন।
এমন অবস্থার মধ্যে বিকেলে পৌনে তিনটার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান চালকরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও লাঠিচার্জ করে। এ সময় রিকশাচালকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
সংঘর্ষের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্বিগ্বিদিক হয়ে মানুষ এদিক-সেদিক ছুটতে থাকেন। বিকেল তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।

আরও পড়ুন
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ
- ছারছীনা দরবার শরীফের পীরের মৃত্যু