রোববার   ১৯ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রেমের নামে অর্থ লোপাট, সাবধান হোন ভালোবাসা দিবসের আগেই

সাতরং ডেস্ক

১৫:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৭:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২১

৮৮১

প্রেমের নামে অর্থ লোপাট, সাবধান হোন ভালোবাসা দিবসের আগেই

সম্পর্কের নামে অর্থ হাতিয়ে নেয়ার প্রবণতা (রোমান্স ফ্রড) বেড়েছে লকডাউনে। যুক্তরাজ্যের অর্থ বিভাগের মতে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে রোমান্স ফ্রড বেড়েছে ২০ শতাংশ। 

ইউকে অ্যাকশন ফ্রডের মতে, গতবছরই এ ধরনের প্রতারণায় ৬৮মিলিয়ন পাউন্ড হারিয়েছে মানুষ। ভালোবাসা দিবসের আগে তাই মানুষকে সতর্ক থাকতে বলেছে প্রতিষ্ঠানটি। 

প্রতিষ্ঠানটির সতর্কতায় বলা হয়েছে

•    অনলাইনে সম্পর্ক করার ক্ষেত্রে অন্যকে টাকা পাঠানো যাবে না। অন্য কাউকে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার দেয়া যাবে না এবং নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অন্য কাউকে লোন নিতে দেয়া যাবে না। 
•    অন্য কাউকে নিজের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর মতো ব্যক্তিগত গোপনীয় নথি অন্য কাউকে দেয়া যাবে না। 
•    অন্যের আদেশে বা উপদেশে কোন ব্যবসায় বিনিয়োগ করা যাবে না। 
•    অন্য কারও পক্ষ থেকে কোন পার্সেল পাঠানো বা গ্রহণ করা যাবে না। 
•    প্রতারণাকারী অন্যের ছবি দিয়ে প্রোফাইল পিকচার বানাতে পারে। তাই সম্পর্কে জড়ানোর আগে তার ছবি সার্চ ইঞ্জিনে চেক করে নিতে হবে। 
•    প্রতারিত হয়েছেন মনে করলেই ব্যাংকের সাথে যোগাযোগ করুন।   

অ্যাকশন ফ্রডের মতে, ২০১৯ ও ২০২০ সালে রোমান্স ফ্রডে সবচেয়ে বেশি প্রতারণা হয়েছে অনলাইন শপিংয়ে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank