শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ || ১১ বৈশাখ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবারো সোনার দাম বাড়ল

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:২৯, ১৮ মে ২০২৪

৩০৮

আবারো সোনার দাম বাড়ল

দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ১৭৮ টাকা। শ‌নিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুসের নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।

২১ ক্যারেটের সোনার ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯৬ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ধরা হয়েছে ৮০ হাজার ১৩২ টাকা।

তবে সোনার দাম বাড়ানো হ‌লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা বিক্রি হচ্ছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank