শুক্রবার   ০৯ মে ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২ || ০৯ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিলিকন ভ্যালির টাইটান গর্ডন মুর মারা গেছেন

সাই-টেক ডেস্ক

১২:৩৫, ২৫ মার্চ ২০২৩

সিলিকন ভ্যালির টাইটান গর্ডন মুর মারা গেছেন

মাইক্রোপ্রসেসর শিল্পের পথিকৃৎ ও ইন্টেলের সহ প্রতিষ্ঠাতা গর্ডন মুর আর নেই। তিনি শুক্রবার ৯৪ বছর বয়সে মারা গেছেন। সান্তা ক্লারায় অবস্থিত ইন্টেল থেকে বলা হয়েছে, মুর হাওয়াইয়ে পরিবার বেষ্টিত অবস্থায় মারা যান।

ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঞ্জার বলেছেন, ‘তিনি ট্রানজিস্টারের শক্তি প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং কয়েক দশক ধরে প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করেন।’

আধুনিক যুগের প্রযুক্তি পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালনকারী গর্ডন মুর ১৯৬৮ সালের জুলাই মাসে রবার্ট নয়েসের সাথে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৭৫ সাল পর্যন্ত ইন্টেল কর্পোরেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি ইন্টেলের প্রেসিডেন্ট হন। গর্ডন মুরকে ১৯৯৭ সালে ইন্টেলের  চেয়ারম্যান ইমেরিটাস ঘোষণা করা হয়। 

তিনি ২০০৬ সালে ইন্টেল থেকে অবসর নেন। গর্ডন মুর ১৯২৯ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত