রোববার   ০৬ অক্টোবর ২০২৪ || ২০ আশ্বিন ১৪৩১ || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আকাশ সংযোগে ১০০০ টাকা মূল্যছাড়

০১:২১, ৭ জুলাই ২০২০

আপডেট: ২০:২৮, ৭ জুলাই ২০২০

৩৭৬৯

আকাশ সংযোগে ১০০০ টাকা মূল্যছাড়

ডিরেক্ট-টু-হোম-ডিটিএইচ সেবাদাতা আকাশ তারর সংযোগমূল্য এক হাজার টাকা মূল্যছাড় দিচ্ছে। বেক্সিমকো কমিউনিকেশন্সের ডিটিএইচ ব্র্যান্ড আকাশ শনিবার (৪ জুলাই) এ মূল্যছাড়ের ঘোষণা দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের দেশে এ ধরনের একমাত্র বৈধ সেবাদানকারী উল্লেখ করে জানানো হয়েছে, টেলিভিশন সংযোগের আধুনিক প্রযুক্তির এ সেবা এখন চার হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে।

কোভিড-১৯ মহামারীর এই সময়ে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে গ্রাহকদের আঙ্গিনায় নতুন আকাশ ডিটিএইচ স্থাপন করা হচ্ছে জানায় প্রতিষ্ঠানটি।


আকাশ ডিটিএইচের হেড অব মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের শিখিয়েছে পরিবারের সঙ্গে সময় কাটানো কতটা মূল্যবান। আর এ সময়টা আরও উপভোগ্য করে তুলতে নতুন সংযোগে মূল্যছাড়ের ঘোষণা দিল আকাশ।

যেভাবে অর্ডার করা যাবে
- যেকোনো অনুমোদিত বিক্রেতা
- ১৬৪৪২ নাম্বারে কল করে অথবা
- ওয়েবসাইট akashdth.com থেকে

সংযোগ সামগ্রীর মধ্যে রয়েছে
- অত্যাধুনিক এইচডি সেট টপ বক্স
- বহুমুখী ব্যবহার উপযোগী রিমোট কন্ট্রোল,
- তাপ ও বৃষ্টি প্রতিরোধী ইউনিভার্সাল কেইউ ব্যান্ড ডিশ এবং
- অন্যান্য অ্যাক্সেসরিজ।

দেশের ৬৪ জেলায় সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ ৩৪ টি দেশি ও ৮৯ বিদেশি চ্যানেল দেখা যাচ্ছে আকাশ সংযোগে।

স্টান্ডার্ড প্যাকেজের আওতায় ভ্যাটসহ মাসিক ৩৯৯ টাকায় এ সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকরা।

এছাড়া ২৫০ টাকায় আকাশ লাইট প্যাকও রয়েছে। গ্রাহকরা পছন্দমত প্যাকেজ উপভোগ করতে পারবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank