শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নড়াইলের সাদাত জয় করলো বিশ্ব শিশু শান্তি পুরস্কার

ডেস্ক রিপোর্ট

২৩:৫৬, ১৩ নভেম্বর ২০২০

আপডেট: ০১:৩১, ১৪ নভেম্বর ২০২০

৩১২৬

নড়াইলের সাদাত জয় করলো বিশ্ব শিশু শান্তি পুরস্কার

সাইবার জগতে শিশুদের সাথে কত অন্যায় হয়, সেসবে বিরুদ্ধে কথা বলে আসছে, প্রয়োজনে রুখে দাঁড়াচ্ছে সাদাত রহমান। সে নিজেও একজন টিনেজার। জাতিসংঘের ইউনিসেফের সংজ্ঞা অনুযায়ী শিশুও বটে। বয়স ১৭। এই সাদাতই এবার জয় করেছে সম্মানজনক বিশ্ব শিশু পুরস্কার। 

পুরস্কারের নাম কিডসরাইটস ২০২০। যেটি আন্তর্জাতিকভাবে শিশুদের শান্তি পুরস্কার হিসেবেও খ্যাত। 

টিনেজাররা অনলাইনে কোনো ধরনের ক্ষতির কিংবা অপরাধের (সাইবার বুলিং) শিকার হলে যাতে তা জানাতে পারে সে লক্ষে একটি মোবাইল অ্যাপ তৈরি করার কারণেই পুরস্কারটি জয় করলো নড়াইলের ছেলে সাদাত রহমান। 

এ পুরস্কার জয়ীদের তালিকায় রয়েছে নোবেল জয়ী পাকিস্তানে মেয়েদের শিক্ষার জন্য লড়াকু হিসেবে বিশ্বখ্যাত মালালা ইউসুফ জাই। এছাড়া রয়েছে পরিবেশ আন্দোলনে বিশ্ব পরিচিত গ্রেটা থানবার্গ। এবার সে তালিকায় স্থান করে নিলো বাংলাদেশের সাদাত।

সাদাত রহমানকে অপরাজেয় বাংলার অভিনন্দন।

এই পুরস্কারের মূল্যমান ১০০,০০০ ইউরো। যা অ্যাপটি আরো এগিয়ে নিতে ব্যয় করবে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে সাদাত। ধীরে ধীরে এই অ্যাপভিত্তিক সেবাটি গোটা দেশে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে তার। 

এর আগে সাদাত রহমান বাংলাদেশে তরুণদের জন্য ঘোষিত পুরস্কার জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড জয় করে। নড়াইলে সামাজিক কর্মকাণ্ডে অনন্য অবদানের জন্য সে পুরস্কারে ভূষিত হয় সাদাত রহমান। 

নেদারল্যান্ডভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার নেদারল্যান্ডের হেগে এক অনুষ্ঠানে মানবাধিকার কর্মী ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই সাদাত রহমানের নাম ঘোষণা করে তার হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন। করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠানটি ভার্চুয়াল স্ট্রিমিং হয়।
 
ফাইনালে সাদাতের নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ছিলো মেক্সিকোর মেয়ে ইভানা ওর্তেগা, ১২ এবং আইরিশ সিয়েনা ক্যাস্টেলন, ১৮। ইভানা পানি দুষণের বিরুদ্ধে লড়ছে, আর সিয়েনা অটিস্টিক শিশুদের অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনার একটি ওয়েবসাইট বানিয়েছে।  

সাদাত রহমানের তৈরি অ্যাপটির নাম ‘সাইবার টিনস’ যার মাধ্যমে যে কোনো টিনেজার তাদের বিরুদ্ধে অনলাইন বুলিংয়ের ঘটনা ঘটলে রিপোর্ট করতে পারে। এবং তথ্য পেলে সাদাতসহ তার দলের সদস্যরা তাকে বা তাদের সহায়তায় এগিয়ে যায়। দলের সদস্যরা নড়াইল ভলান্টিয়ার্স নামেই পরিচিত।

অ্যাপটিতে কিভাবে টিনেজাররা এ ধরনের অপরাধীদের থেকে মুক্ত থাকতে পারবে তার টিপসও দেওয়া রয়েছে। এ পর্যন্ত এই অ্যাপটি ১৮০০ বার ডাউনলোড হয়েছে। আর সাদাত তার দল অন্তত ৬০ জনকে তাদের সহায়তা দিয়েছে। তাদের ততপরতার কারণে যৌন নিপীড়ণকারী ৮ অপরাধীকে গ্রেফতার করাও হয়েছে।

সাদাত জানিয়েছে, ১৫ বছরের একটি মেয়ে অনলাইনে যৌন নিপীড়ণের শিকার হওয়ার পর আত্মহত্যা করলে তার মাথায় বিষয়টি আসে এবং অ্যাপটি তৈরি করে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
বিশেষ সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত