শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রতিযোগীর প্রচারণায় ২০০০ ডলার ব্যয় রেস্টুরেন্ট মালিকের!

সাতরং ডেস্ক

১৮:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২১

৫১৭

প্রতিযোগীর প্রচারণায় ২০০০ ডলার ব্যয় রেস্টুরেন্ট মালিকের!

টেক্স-ম্যাক্স রেস্তোঁরা এল মেজকালের মালিক অ্যাডল্ফো মেলান্দেজ।
টেক্স-ম্যাক্স রেস্তোঁরা এল মেজকালের মালিক অ্যাডল্ফো মেলান্দেজ।

করোনায় ধুকতে থাকা প্রতিযোগী রেস্টুরেন্টগুলোর প্রচারণায় ২০০০ হাজার ডলার খরচ করেছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অপর রেস্টুরেন্টের মালিক।

উইসকনসিনের টেক্স-ম্যাক্স রেস্তোঁরা এল মেজকালের মালিক অ্যাডল্ফো মেলান্দেজ তার প্রতিযোগীদের সাহায্য করেছেন ২ হাজার ডলারের গিফট কার্ড কিনে সেগুলো মানুষের মাঝে বিতরণ করে।  

সিএনএনের কাছে মেলান্দেজ জানান, করোনায় একজন যদি আরেকজনের পাশেই দাঁড়ায় তাহলে সবার অনেক উপকার হবে। 

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র। মহামারিতে গত বছর প্রায় ১ লাখ ১০ হাজার রেস্টুরেন্ট ক্ষতিগ্রস্থ হয় দেশটিতে। এসময় উইসকনসিনে ৩৫% রেস্টুরন্টে বন্ধ হয়ে যায় বলে জানান মেলেন্দেজ। 

করোনার প্রথম দিকে সমস্যায় পড়ে মেলেন্দেজের রেস্টুরের্ন্টও। তখন তাকে সাহায্য করে একটি স্থানীয় প্রতিষ্ঠান। ফেসবুকে সে অঞ্চলের কোন রেস্টুরেন্ট সবার প্রিয় সে জরিপে দ্বিতীয় স্থানে আসে টেক্স-ম্যাক্স রেস্তোঁরা এল মেজকাল। সে জন্য তার রেস্টুরেন্টের ৩০০ ডলারের গিফট কার্ড কিনে মানুষের মাঝে বিতরণ করা হয়।

তখনই অন্যদের সাহায্য করার বিষয়টি মাথায় আসে মেলেন্দেজের। প্রথমে স্থানীয় রেস্টুরেস্ট থেকে গিফট কার্ড কেনেন তিনি। তারপর নিজের রেস্টুরেন্টের ফেসুবক পেইজ থেকে লটারি করে ২০ ডলারের গিফট কার্ড দেন প্রতি গ্রাহকদের। 

স্থানীয় রেস্টুরেন্টগুলোর মালিকরা মেলেন্দেজকে ধন্যবাদ জানিয়েছে বলেও জানানো হয় সিএনএন এর প্রতিবেদনে।   
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank