শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মৃতব্যক্তির পেনশন দাবি করতে ডাকঘরে গেলেন দুই আইরিশ

সাতরং ডেস্ক

১১:৫১, ২২ জানুয়ারি ২০২২

আপডেট: ১১:৫৭, ২২ জানুয়ারি ২০২২

৪৫১

মৃতব্যক্তির পেনশন দাবি করতে ডাকঘরে গেলেন দুই আইরিশ

আয়ারল্যান্ডে ঘটেছে এ ঘটনা। দুইজন লোক একটি মৃতদেহ নিয়ে ডাকঘরে গেছেন ওই মৃত লোকের পেনশনের টাকা তুলতে।

দ্য আইরিশ টাইমস-এর খবরে জানা যায়, দেশটির কার্লো শহরে এ ঘটনা ঘটেছে। প্রথমে একজন ব্যক্তি ডাকঘরে গিয়ে জনৈক ব্যক্তির হয়ে তার পেনশন তুলতে চান।

স্বভাবতই তাকে না বলে দেওয়া হয়। তখন সেই লোক ফিরে যায়। না, একেবারেই যায়নি সে, আবার ফিরে এসেছিল। তবে দ্বিতীয়বার সে আরও দুইজনকে নিয়ে ফিরেছিল। তার সঙ্গীরা একজন জীবিত, আরেকজন মৃত।

ওই মৃত লাশের পেনশন তুলতেই তাদের এত দেনদরবার। তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে ডাকঘরের লোকেরা পুলিশ ডাকে। বেচারারা ভেবেছিল ওই লোকটি অজ্ঞান, কিন্তু জল যে এতদূর গড়িয়েছে তা তখনো তারা টের পাননি।

ঝামেলা টের পেয়ে ওই দুইজন লাশ ওখানে ফেলেই পগার পার হন। পরে ৬৬ বছর বয়সী ওই লোককে মৃত ঘোষণা করা হয় ঘটনাস্থলে।

শহরের বাসিন্দারা জানিয়েছেন, মৃত লোকটি এলাকায় ভালো হিসেবেই সবার কাছে পরিচিত ছিলেন। তার নাম অবশ্য জানা যায়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank