শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একসঙ্গে তিন বাছুর প্রসব করলো গাভী

রাহাদ সুমন, বরিশাল

১০:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২১

৪৯৬

একসঙ্গে তিন বাছুর প্রসব করলো গাভী

বরিশালের বানারীপাড়ায় দেশি প্রজাতীর একটি গাভী একসঙ্গে তিনটি বাছুর প্রসব করেছে। 

জানা গেছে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মোঃ শাহীন হাওলাদারের খামারে একটি গাভী একত্রে  কালো রঙয়ের তিনটি বাচ্চা (বাছুর) প্রসব করে। তিনটিই ধামরি বাছুর। 

একটি গাভী একসঙ্গে তিনটি বাছুর প্রসব করায় এলাকাবাসীর মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। বাছুর  তিনটিকে এক নজর দেখার জন্য খামারী শাহিন হাওলাদারের বাড়িতে মানুষের ভিড় পড়ে যায়। 

অনেকে আবার শখের বশে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করায় বিষয়টি ভাইরাল হয়ে যায়। 

বর্তমানে বাচ্চা তিনটি ও গাভী সুস্থ রয়েছে। এদিকে গাভীটি এক সঙ্গে তিন'টি বাচ্চা প্রসব করায় এর মালিক দারুন খুঁশি।

 এ প্রসঙ্গে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে প্রানিসম্পদের দায়িত্বে থাকা এলএসপি মিজান সরদার  জানান, গাভীর এক সঙ্গে ৩ টি ডিম্বানুর সৃষ্টি হওয়ায় তিনটি বাছুর জন্ম নিয়েছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank