সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১ || ১৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চাঁদ থেকে নমুনা নিয়ে ফিরলো চীনের চ্যাং-৫

সাই-টেক ডেস্ক

১২:৩১, ১৭ ডিসেম্বর ২০২০

আপডেট: ১২:৫৭, ১৭ ডিসেম্বর ২০২০

৫৫৬

চাঁদ থেকে নমুনা নিয়ে ফিরলো চীনের চ্যাং-৫

চাঁদ থেকে নমুনা হিসেবে মাটি ও শিলা নিয়ে ফিরেছে চীনের মহাকাশযান চ্যাং-৫। বুধবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১ টা ৩০ মিনিটে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করেছে নমুনা বহনকারী ক্যাপসুল। 

এর ফলে চাঁদের ওশেনাস প্রসেলারাম বা ‘ওশান অব স্টর্ম’ থেকে নিয়ে আসা ২ কেজি শিলা ও মাটি বিশ্লেষণ করে চাঁদের উৎস ও গঠন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা। চীনের চ্যাং-৫ সফলভাবে ফিরে আসায় এটাকে দেশটির ক্রমবর্ধান সামর্থ্যের প্রদর্শনী হিসেবে দেখছেন অনেকেই। 

আরও পড়ুন- **চাঁদে যাচ্ছে চীনের চ্যাং-৫

**চাঁদে চীনের চ্যাং-৫

চ্যাং-৫ এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ও সোভিয়েত ইউনিয়নের লুনা-২৪ এর ৪০ বছর পর চাঁদ থেকে নমুনা সংগ্রহ করলো কোনো দেশ।

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অ্যাপোলো প্রোগ্রামে ছয় মহাকাশযানে মোট ১২ নভোচারীকে চাঁদে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তাদের মাধ্যমে ৩৪২ কেজি (৮৪২ পাউন্ড) শিলা ও মাটি এনেছিল নাসা। 

এছাড়া ১৯৭০ থেকে ১৯৭৬ এর মধ্যে তিনটি সফল রোবোটিক নমুনা রিটার্ন মিশন পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন । যার সর্বশেষ লুনা-২৪ এর সাহায্যে চাঁদের ‘সি অব ক্রাইসিস’ নামক জায়গা থেকে ১৭০.১ গ্রাম শিলা সংগ্রহ করে তারা। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত