ফেসবুক প্রোফাইল থেকে সবকিছু কোথায় গেল?
ফেসবুক প্রোফাইল থেকে সবকিছু কোথায় গেল?
![]() |
প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছে মেটার অ্যাপ-ফেসবুক। এতে বহু ব্যবহারকারীকে পড়তে হয়েছে সমস্যায়। এ সময় ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে দেখা যাচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে ফেসবুকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবহারকারী। যদিও কী কারণে এমন সমস্যায় পড়তে হয়েছে ব্যবহারকারীদের তা জানা যায়নি।
ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে এমন সমস্যা নিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৫শ ব্যবহারকারী রিপোর্ট করেছেন।
ডাউন ডিটেক্টরে এ বিষয়ে তারা বলেছেন, ‘সকাল থেকে ফেসবুক প্রোফাইলে কোনো পোস্ট দেখা যাচ্ছে না। আমার সব পোস্ট কি ফেসবুক মুছে ফেলেছে?’
ধারণা করা হচ্ছে, ফেসবুকের সার্ভারে কারিগরি সমস্যার কারণে এমনটা হয়েছে। সাময়িক এই সমস্যা কিছু সময়ের মধ্যেই সমাধান হবে।
এর আগে ২০ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখতে সমস্যা হয়েছিল। সে সময় ফেসবুক সার্চ রেজাল্টও খালি দেখাচ্ছিল।

আরও পড়ুন
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- ব্রাজিলে নিষিদ্ধ হলো ইলন মাস্কের এক্স
- গুগল ম্যাপে যেভাবে বাড়ির ঠিকানা যোগ করবেন
- এআই দিয়ে ছবি তৈরি করা কিনা বুঝবেন যেভাবে
- মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে যেদিন
- বাজাজের সিএনজি-চালিত বাইক পাওয়া যাবে বাংলাদেশেও
- মনিটাইজেশন আরও সহজ করছে ফেসবুক
- মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে বিকেল ৩টায়
- ইএটিএল ইনোভেশন হাব ও ইউনিভার্সিটি স্যালফোর্ড ম্যানচেস্টারের মধ্যে সমঝোতা চুক্তি
- আইফোন ১৬ কিনতে কোন দেশের মানুষের কতদিনের আয় খরচ করতে হবে?