শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইএটিএল ইনোভেশন হাব ও ইউনিভার্সিটি স্যালফোর্ড ম্যানচেস্টারের মধ্যে সমঝোতা চুক্তি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৪৫, ৬ জুন ২০২৪

আপডেট: ১৬:৪৬, ৬ জুন ২০২৪

২৫০

ইএটিএল ইনোভেশন হাব ও ইউনিভার্সিটি স্যালফোর্ড ম্যানচেস্টারের মধ্যে সমঝোতা চুক্তি

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি ও সাইবার সিকিউরিটিতে গবেষণা, উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য ইএটিএল ইনোভেশন হাব, বাংলাদেশ ও ইউনিভার্সিটির স্যালফোর্ড, ম্যানচেস্টারের মধ্যে সমঝোতা চুক্তি হয়। গতকাল ৫ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আয়োজনের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় ইউনিভার্সিটির স্যালফোর্ড রাজধানী ঢাকার অদূরে কালিয়াকৈরের ইএটিএল ইনোভেশন হাব কমপ্লেক্সে ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এবং ইন্টারনেট অব থিংস-এর কার্যক্রম পরিচালনায় তিনটি ল্যাব স্থাপন করবে। এছাড়া যৌথ গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প, একাডেমিক ও প্রফেশনাল স্টাফ এক্সচেঞ্জ, যৌথ কনসালটেন্সি ও প্রকাশনার পাশাপাশি ঢাকায় ও স্যালফোর্ডে কনফারেন্স ও সেমিনার আয়োজন এবং প্রফেশনাল ডেভেলপমেন্টে শর্ট কোর্স পরিচালনা করবে প্রতিষ্ঠান দুটি।

সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগে বাংলাদেশে স্মার্ট কৃষি বিনির্মাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং রিমোট সেন্সিং (আরএস)-এর প্রয়োগ নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইএটিএল ইনোভেশন হাব বাংলাদেশ এবং যুক্তরাজ্যের স্যালফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন স্যালফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর মঁ সারে ও ড. হাম্মাদ, আমাজন ইউএই এর প্রধান প্রকৌশলী ড. শিবাগেমি গুগন ও বাংলাদেশের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল এক্সটেনশনের উপ-পরিচালক ড. ফরিদা পারভিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল এক্সটেনশন-এর মহাপরিচালক জনাব বাদল চন্দ্র বিশ্বাস, উন্নয়ন অংশীদার, একাডেমি এক্সপার্ট, সরকারি ও বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের চেয়ারম্যান ড. মো. আব্দুল করিম। 

সেমিনার শেষে ইএটিএল ইনোভেশন হাব, বাংলাদেশ বাংলাদেশ এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ স্যালফোর্ড-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। স্ব স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিভার্সিটি অব স্যালফোর্ড-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মার্গারেট রো, প্রফেসর মঁ সারে (চেয়ারম্যান ইন ডেটা সায়েন্স এবং হেড অফ কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং) এবং ইএটিএল ইনোভেশন হাব-এর ব্যবস্থাপনা পরিচালক  এম এ মুবিন খান। এই সময় স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মিস ন্যান্সি ডোনা কুক ও নাওমি সার্পলস্।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত