গুগলে স্বাধীনতা দিবসের ডুডল
গুগলে স্বাধীনতা দিবসের ডুডল
![]() |
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল ডুডলটি চালু করেছে। হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে তারা। যেকেউ গুগলে কোনো কিছু সার্চ দিতে গেলেই ডুডলটি চোখে পড়বে।
ছবিতে ডুডল শিল্পকর্মে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা, পেছনে নীল আকাশ রেখে সবুজ পটভূমিতে একটি লাল বৃত্ত চিত্রিত করা হয়েছে। বাংলাদেশ থেকে যে-কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলে লাল-সবুজ পতাকাসংবলিত এ ডুডল দেখতে পাবেন।
ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৪’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করেছিল গুগল। তখন স্বাধীনতার ৪৩তম বার্ষিকী ছিল। আর গুগলের প্রথম ডুডল যোগ হয় ১৯৯৮ সালে।

আরও পড়ুন
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- গুগল ম্যাপে যেভাবে বাড়ির ঠিকানা যোগ করবেন
- ব্রাজিলে নিষিদ্ধ হলো ইলন মাস্কের এক্স
- এআই দিয়ে ছবি তৈরি করা কিনা বুঝবেন যেভাবে
- বাজাজের সিএনজি-চালিত বাইক পাওয়া যাবে বাংলাদেশেও
- মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে যেদিন
- মনিটাইজেশন আরও সহজ করছে ফেসবুক
- মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে বিকেল ৩টায়
- গুগল কেন পারমাণবিক চুল্লি তৈরি করবে
- ইএটিএল ইনোভেশন হাব ও ইউনিভার্সিটি স্যালফোর্ড ম্যানচেস্টারের মধ্যে সমঝোতা চুক্তি